পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HC on Adani Group Power Project: ফরাক্কায় আদানিদের বিদ্যুৎ প্রকল্প নিয়ে মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টে - আদানি গোষ্ঠী

ঝাড়খণ্ডের তাপবিদ্যুৎ কেন্দ্রে (Thermal Power Project) উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে (Bangladesh) পাঠাবে আদানি গোষ্ঠী ৷ সেই কারণে মুর্শিদাবাদের ফরাক্কার উপর দিয়ে যাবে হাই টেনশন তার ৷ এর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ আদালত এই মামলার দ্রুত শুনানির আরজি খারিজ করে দিয়েছে ৷

HC on Adani Group Power Project
HC on Adani Group Power Project

By

Published : Feb 7, 2023, 12:34 PM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি: মুর্শিদাবাদের ফরাক্কায় আদানি গোষ্ঠীর (Adani Group) বিদ্যুৎ প্রকল্পে জোর করে জমি দখলের অভিযোগ সংক্রান্ত জনস্বার্থ মামলার (PIL against Adani Group Power Project) দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । স্থানীয় কৃষকদের সমস্যার কথা বিবেচনা করে দ্রুত শুনানির আর্জি জানানো হলে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, "কত বছর ধরে প্রকল্প চলছে ? এত বছর কেন আবেদন করেননি ! সাত দিনে সমস্যা এমন কিছু নতুন করে বাড়বে না ।"

তবে বাংলাদেশে বিদ্যুৎ পৌঁছাতে আদানিদের প্রকল্পের জন্য ফরাক্কায় বেআইনি জমি দখলের বিরুদ্ধে দায়ের হওয়া এই মামলায় সব পক্ষকে যুক্ত করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের । আগামী 20 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে বলে আদালত জানিয়েছে ।

ঝাড়খণ্ডের গোড্ডা জেলা থেকে হাই টেনশন লাইনের মাধ্যমে ফরাক্কা হয়ে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানোর কাজ করছে আদানি গোষ্ঠী ৷ অভিযোগ, অধিগ্রহণের বিধি না মেনে গায়ের জোরে বেআইনি ভাবে জমির উপর দিয়ে বিদ্যুতের লাইন নিয়ে যেতে খুঁটি পোঁতা হয়েছে । যে এলাকার ভিতর দিয়ে এই লাইন নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে, সেখানে আম ও লিচুর বাগান রয়েছে । কৃষকদের ফসলের ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে । তারই প্রতিবাদে 35 জন চাষি ও এপিডিআর জনস্বার্থ মামলা করে হাইকোর্টে ।

উল্লেখ্য, এই নিয়ে কৃষকদের সঙ্গে পুলিশের একাধিকবার খণ্ডযুদ্ধ হয়েছে । ওই এলাকার বেশিরভাগ লোক আম ও লিচুর চাষের উপর নির্ভরশীল । তাই বিদ্যুৎ প্রকল্পের জন্য তাঁরা পথে বসতে চাইছেন না ৷ তাঁদের দাবি, যেদিকে খালি জমি রয়েছে সেদিক দিয়ে হাইটেনশন তার গেলে কারও আপত্তি নেই । বাগানের উপর দিয়ে তার গেলে ফসলের ক্ষতি হবে । কিন্তু প্রশাসনকে জানিয়ে লাভ হয়নি বলে অভিযোগ ৷ তাই কৃষকরা আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:ফরাক্কায় আদানির বিদ্যুৎ সরবরাহের কাজ নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে

ABOUT THE AUTHOR

...view details