পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HC over Anisur Parole: কুরবান শাহ হত্যাকাণ্ডে অভিযুক্ত আনিসুর রহমানের প্যারোল খারিজ করল হাইকোর্ট - HC over Anisur Parole

বৃহস্পতিবারই আনিসুর মামলায় হাইকোর্টের সমালোচনার মুখে পরে কারা দফতর । বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন, পঞ্চায়েত ভোটের মুখে কীভাবে আনিসুরকে প্যারোলে মুক্তি দেওয়া হল ?

কুরবান-কাণ্ডে
Calcutta-high-court

By

Published : Jul 7, 2023, 3:13 PM IST

কলকাতা, 7 জুলাই: পর্যবেক্ষণের পর আনিসুরে রহমানের প্যারোল খারিজ করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আনিসুরের প্যারোল নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ে কারা দফতর। শুক্রবারই আনিসুরের প্যারোল সরাসরি খারিজ করে তাকে জেলে ফেরত পাঠানোর নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত । নির্দেশে মোট তিনটি বিষয় স্পষ্ট করেন বিচারপতি সেনগুপ্ত- প্রথমত, আনিসুরের প্যারোল খারিজ করে তাকে জেলে ফেরত পাঠাতে হবে । দ্বিতীয়ত, ট্রায়াল শেষ না-হওয়া পর্যন্ত সাক্ষীকে নিরাপত্তা দিতে হবে নিরবিচ্ছিন্ন ভাবে । তৃতীয়ত, সাক্ষীর নিরাপত্তায় সুপ্রিম কোর্টের নির্দেশ দ্রুত কার্যকর করতে হবে।

পঞ্চায়েত ভোটের মুখে কুরবান শাহ হত্যাকাণ্ড-সহ মোট 36 মামলায় অভিযুক্ত আনিসুরকে 4 জুলাই থেকে 9 জুলাই প্যারোলে মুক্তির নির্দেশ দেয় নিম্ন আদালত ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয় নিহত কুরবান শাহের পরিবার । বৃহস্পতিবার সেই মামলার পর্যবেক্ষণের সময়ই বিচারপতি জয় সেনগুপ্তের কড়া সমালোচনার মুখে পরে কারা দফতর । বিচারপতি জানতে চান, কীভাবে এই প্যারোলের অনুমোদন দিল কারা দফতর ? বিন্দুমাত্র সময় নষ্ট না-করে শুক্রবার ঠিক পঞ্চায়েত ভোটের আগের দিন আনিসুরের প্যারোল খারিজ করে তাকে পুনরায় জেলে পাঠানোর নির্দেশ দিলেন বিচারপতি।

মামলা হাইকোর্টে ওঠার পরই বিচারপতি সেনগুপ্ত গত 5 জুলাই নির্দেশ দেন, আপাতত আনিসুর বাড়ি থেকে বাইরে গেলে তার ভিডিয়োগ্রাফি করতে হবে। কারা দফতরের বক্তব্য ছিল, আনিসুরের মা অসুস্থ তাই সে মাকে দেখতে বাড়ি ফিরতে চায় বলেই নিম্ন আদালত তার প্যারোল মঞ্জুর করা হয় । 4 জুলাই পাঁশকুড়ায় নিজের বাড়ি চলেও যান আনিসুর । 2019 সালে কুরবান শাহকে খুন করা হয়। প্রথমে কুরবানের দাদা আফজাল শাহ মামলা করলেও পরে তাঁকে ভয় দেখানোয় তিনি মামলা প্রত্যাহার করেন বলে অভিযোগ। পরে মৃতের আর এক দাদা জহর শাহ মামলা করেন।

আরও পড়ুন: কমিশনের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা শুভেন্দুর, আজই শুনানি

কলকাতা হাইকোর্টে মোট পাঁচবার আনিসুরের জামিনের আবেদন খারিজ হয়। একাধিকবার কুরবান শাহের পরিবার দাবি করে, আনিসুরকে মদত দিচ্ছে রাজ্য সরকার । জামিনের আর্জি খারিজ হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আনিসুর । সুপ্রিম কোর্ট সিটি সেশন কোর্টের প্রধান বিচারপতি এই ট্রায়াল মামলার বিচারের নির্দেশ দেয় । তারপরেও ডিজির অনুমতি আসায় আনিসুরকে প্যারোলে ছেড়ে দেওয়া হয় । কীভাবে ভোটের বাংলায় জেলবন্দি আনিসুরকে ছাড়া হল সেই প্রশ্নকে সামনে রেখেই মামলার দ্রুত পর্যবেক্ষণ করেন বিচারপতি জয় সেনগুপ্ত । খারিজ করেন আনিসুরের প্যারোল ।

ABOUT THE AUTHOR

...view details