কলকাতা, 7 জুলাই: পর্যবেক্ষণের পর আনিসুরে রহমানের প্যারোল খারিজ করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আনিসুরের প্যারোল নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ে কারা দফতর। শুক্রবারই আনিসুরের প্যারোল সরাসরি খারিজ করে তাকে জেলে ফেরত পাঠানোর নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত । নির্দেশে মোট তিনটি বিষয় স্পষ্ট করেন বিচারপতি সেনগুপ্ত- প্রথমত, আনিসুরের প্যারোল খারিজ করে তাকে জেলে ফেরত পাঠাতে হবে । দ্বিতীয়ত, ট্রায়াল শেষ না-হওয়া পর্যন্ত সাক্ষীকে নিরাপত্তা দিতে হবে নিরবিচ্ছিন্ন ভাবে । তৃতীয়ত, সাক্ষীর নিরাপত্তায় সুপ্রিম কোর্টের নির্দেশ দ্রুত কার্যকর করতে হবে।
পঞ্চায়েত ভোটের মুখে কুরবান শাহ হত্যাকাণ্ড-সহ মোট 36 মামলায় অভিযুক্ত আনিসুরকে 4 জুলাই থেকে 9 জুলাই প্যারোলে মুক্তির নির্দেশ দেয় নিম্ন আদালত ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয় নিহত কুরবান শাহের পরিবার । বৃহস্পতিবার সেই মামলার পর্যবেক্ষণের সময়ই বিচারপতি জয় সেনগুপ্তের কড়া সমালোচনার মুখে পরে কারা দফতর । বিচারপতি জানতে চান, কীভাবে এই প্যারোলের অনুমোদন দিল কারা দফতর ? বিন্দুমাত্র সময় নষ্ট না-করে শুক্রবার ঠিক পঞ্চায়েত ভোটের আগের দিন আনিসুরের প্যারোল খারিজ করে তাকে পুনরায় জেলে পাঠানোর নির্দেশ দিলেন বিচারপতি।