কলকাতা, 6 জানুয়ারি: মেনকা গম্ভীরের (Maneka Gambhir) সপক্ষে যতগুলি রক্ষাকবচ ছিল তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মেনকা গম্ভীর সংক্রান্ত মামলায় আগের সমস্ত নির্দেশ খারিজ করে মামলার নিষ্পত্তি করে দিয়েছেন বিচারপতি । ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মানেকা গম্ভীরের আর কোনও রক্ষাকবচ থাকল না । অর্থাৎ ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) চাইলে তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই পারে । তবে তার আগে মেনকা গম্ভীর ফের আদালতের দ্বারস্থ হতে পারেন ।
মেনকা গম্ভীর মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, শুক্রবার সেই নির্দেশই বহাল রাখল বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চ । তবে এর আগে বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ মানেকার পক্ষে যা নির্দেশ দিয়েছিলেন, তা খারিজ করে দিলেন বিচারপতি রাজা শেখর মান্থা । অর্থাৎ ইডি যদি নতুন করে মানেকাকে জিজ্ঞাসাবাদ করতে চায়, তাহলে তারা তা করতে পারে ।
বিচারপতি মৌসুমি ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন যে, মেনকাকে জিজ্ঞাসাবাদ করা যাবে, তবে তাঁর বিরুদ্ধে কঠোর কোনও পদক্ষেপ করা যাবে না । পাশাপাশি কলকাতাতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে হবে বলেও নির্দেশ দিয়েছিলেন তিনি । এই দুটি নির্দেশই এ দিন বাতিল করে দিয়েছে বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চ ।
আরও পড়ুন:মানেকাকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ডিভিশন বেঞ্চে ইডি, শুনানি 16 নভেম্বর
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চকে মামলাটির নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছিল । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তার নির্দেশে জানিয়েছিল, ইডি মেনকাকে যে সমন পাঠিয়েছিল তার তারিখ উত্তীর্ণ হয়ে গিয়েছে । এখন নতুন করে কিছু করতে চাইলে সে বিষয় সিঙ্গল বেঞ্চই মামলার নিষ্পত্তি করবে । ফলে এ দিনের নির্দেশের পর ইডির হাত আরও শক্ত হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল । যদিও এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ফের আদালতের দ্বারস্থ হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর ৷