কলকাতা, 6 অক্টোবর: কামদুনি ধর্ষণ ও খুন কাণ্ডে দোষীরদের সাজার মেয়াদ কমে গেল কলকাতা হাইকোর্টের রায়ে ৷ এই ঘটনায় কলকাতা নগর দায়রা আদালত দু’জনকে ফাঁসির সাজা দিয়েছিল ৷ কিন্তু শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ ওই দু’জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ৷ পাশাপাশি চার অভিযুক্তকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট ৷ এর আগে নিম্ন আদালত এই চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল ৷
উল্লেখ্য,2013 সালের জুন মাসে ওই নৃশংস ঘটনা ঘটেছিল কামদুনিতে । এক কলেজ পড়ুয়াকে ধর্ষণের পর নৃশংসভাবে খুন করার অভিযোগ ওঠে ৷ এই নিয়েই সেই সময় প্রতিবাদে সরব হয়েছিল কামদুনি-সহ সারা রাজ্য ৷ ওই ঘটনায় 2016 সালে ছ’জনকে দোষী সাব্যস্ত করে কলকাতা নগর দায়রা আদালত । ধর্ষণে দোষী সাব্যস্ত করা হয় সইফুল আলি, আনসার আলিকে ৷ তাদের ফাঁসির সাজা দেয় নিম্ন আদালত ৷ কিন্তু শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ ওই দু’জনকে ফাঁসির সাজার বদলে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ৷