কলকাতা, 2 জুলাই: নীলবাতির পর এবার দেবাঞ্জনের গাড়িতে লাগানো কালো কাঁচ নিয়ে রাজ্য সরকারকে প্রশ্ন করল কলকাতা হাইকোর্ট । গত বুধবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলেছিল পুলিশের নাকের ডগায় কীভাবে দেবাঞ্জন গাড়িতে নীলবাতি লাগিয়ে দিনের পর দিন ঘুরল । এই ব্যাপারে রাজ্যের কি মতামত? ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে তদন্তের ব্যাপারে রাজ্যকে শুক্রবার রিপোর্ট পেশ করতে বলেছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু আজ মামলার শুনানিতে রাজ্যের তরফে আরও সময় চাওয়া হয় ।
পাশাপাশি দেবাঞ্জন দেব কী করে কালো কাঁচ লাগানো গাড়ি নিয়ে ঘুরল পুলিশের দৃষ্টি এড়িয়ে, সে ব্যাপারেও রাজ্যের মতামত আগামী সোমবারের মধ্যে জানাতে হবে আদালতে । এর আগে বুধবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেব নিজেকে কী করে কলকাতা পুরনিগমের জয়েন্ট কমিশনার হিসেবে দাবি করে পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়াল সেই প্রশ্নও তুলেছিল আদালত।