পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দেবাঞ্জনের গাড়ির কালো কাঁচ নিয়ে রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের - fake ias

নীলবাতির পর এবার দেবাঞ্জনের গাড়িতে লাগানো কালো কাঁচ নিয়ে রাজ্য সরকারকে প্রশ্ন করল কলকাতা হাইকোর্ট । যদিও মামলায় নিজেদের বক্তব্য জানাতে আরও কিছুদিন সময় চেয়েছে রাজ্য । মতামত জানাতে হবে আগামী সোমবারের মধ্যে ।

calcutta high court
নীলবাতির পর দেবাঞ্জনের গাড়ির কালো কাঁচ নিয়ে রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

By

Published : Jul 2, 2021, 7:28 PM IST

কলকাতা, 2 জুলাই: নীলবাতির পর এবার দেবাঞ্জনের গাড়িতে লাগানো কালো কাঁচ নিয়ে রাজ্য সরকারকে প্রশ্ন করল কলকাতা হাইকোর্ট । গত বুধবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলেছিল পুলিশের নাকের ডগায় কীভাবে দেবাঞ্জন গাড়িতে নীলবাতি লাগিয়ে দিনের পর দিন ঘুরল । এই ব্যাপারে রাজ্যের কি মতামত? ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে তদন্তের ব্যাপারে রাজ্যকে শুক্রবার রিপোর্ট পেশ করতে বলেছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু আজ মামলার শুনানিতে রাজ্যের তরফে আরও সময় চাওয়া হয় ।

পাশাপাশি দেবাঞ্জন দেব কী করে কালো কাঁচ লাগানো গাড়ি নিয়ে ঘুরল পুলিশের দৃষ্টি এড়িয়ে, সে ব্যাপারেও রাজ্যের মতামত আগামী সোমবারের মধ্যে জানাতে হবে আদালতে । এর আগে বুধবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেব নিজেকে কী করে কলকাতা পুরনিগমের জয়েন্ট কমিশনার হিসেবে দাবি করে পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়াল সেই প্রশ্নও তুলেছিল আদালত।

আরও পড়ুন: সল্টলেকে ভোট পরবর্তী হিংসা অব্যাহত, আক্রান্ত বিজেপি কর্মী

আইএএস পদাধিকারীরা যেখানে নিজের ইচ্ছেমতো নীলবাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরতে পারেন না সেখানে কী করে এই ভুয়ো ব্যক্তি নীলবাতি লাগানো গাড়ি নিয়ে অবাধে ঘোরাফেরা করলেন সেই প্রশ্নও তোলা হয়েছে । নীলবাতির ব্যবহার নিয়ে রাজ্য সরকারের যে নির্দেশিকা রয়েছে সেই ব্যাপারেও জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট । কিন্তু আজ রাজ্য সুস্পষ্টভাবে কিছু জানাতে না পারায় আগামী সোমবার ফের শুনানি হবে এই মামলার ।

ABOUT THE AUTHOR

...view details