পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

High Court quashes FIR: ঝালদার কংগ্রেস কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর খারিজ হাইকোর্টে - কংগ্রেস

গত বছর মার্চে পুরুলিয়ার (Purulia) ঝালদা পৌরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হন (Tapan Kandu Murder Case) ৷ তার কিছুদিন পর ওই পৌরসভার অন্য এক কংগ্রেস কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় ৷ তিনি পালটা মামলা করেন কলকাতা হাইকোর্টে ৷ বুধবার সেই এফআইআর খারিজ করল আদালত ৷

High Court quashes FIR
High Court quashes FIR

By

Published : Feb 1, 2023, 6:32 PM IST

কলকাতা, 1 ফেব্রুয়ারি: ঝালদা পৌরসভার (Jhalda Municipality) মামলায় ফের কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ধাক্কা খেল রাজ্য সরকার ৷ ঝালদা পৌরসভার কাউন্সিলর পিন্টু চন্দের বিরুদ্ধে পুরুলিয়ার ঝালদা থানায় দায়ের করা এফআইআর খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট ৷

কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের পর ঝালদায় আগুন লাগার ঘটনায় কংগ্রেস (Congress) কাউন্সিলর পিন্টু চন্দের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় ঝালদা থানায় । তারপরেই আদালতের দ্বারস্থ হন পিন্টু চন্দ । মামলাকারীর আবেদন ছিল, ঘটনার দিন তিনি সেখানে উপস্থিত ছিলেন না । বরং তিনি ছিলেন সিবিআই অফিসে তপন কান্দুর মৃত্যু মামলায় নিজের বক্তব্য জানাতে । সেই কথাই আদালতে জানায় সিবিআইও (CBI) । আজ বিচারপতি রাজাশেখর মান্থা এফআইআর খারিজের নির্দেশ দেন ।

সরকারি আইনজীবীরা, এখনও বিচারপতি মান্থার কোর্ট বয়কটের সিদ্ধান্তে অনড় রয়েছেন । তাই ঝালদা থানার ওসি আদালতে হাজিরা দিয়ে জানান, ঘটনারদিন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে কংগ্রেস কাউন্সিল পিন্টুর কাছ থেকে ৷ বিচারপতি বলেন, "সিবিআই রিপোর্টে স্পষ্ট, সেদিন পিন্টু সিবিআই দফতরেই উপস্থিত ছিলেন । এবং সিবিআই দফতরের সিসিটিভির ফুটেজ রয়েছে ।"

আদালত সূত্রে খবর, উত্তরে ঝালদা থানার ওসি সদুত্তর দিতে পারেননি । তাই কংগ্রেস কাউন্সিলরের বিরুদ্ধে করা এফআইআর খারিজ করে দেন বিচারপতি রাজাশেখর মান্থা । এই মামলায় আদালতের পক্ষ থেকে আগেই পিন্টু চন্দকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিয়েছিলেন বিচারপতি ।

প্রসঙ্গত, গত বছরের মার্চে খুন হন ঝালদা পৌরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ৷ এই ঘটনায় প্রথমে রাজ্য পুলিশ তদন্ত শুরু করে ৷ কয়েকজনকে গ্রেফতারও করে ৷ কিন্তু রাজ্য পুলিশের তদন্তে অনাস্থা প্রকাশ করেন তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু ৷ আদালতের দ্বারস্থ হন তিনি ৷ কলকাতা হাইকোর্ট এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয় ৷ সেই তদন্ত এখনও চলছে ৷

অন্যদিকে ঝালদা পৌরসভায় কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা থাকার সত্ত্বেও তাদের বোর্ড গঠন করতে না দেওয়া নিয়ে হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয় । একটি মামলা এখনও বিচারাধীন রয়েছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে । ইতিমধ্যে ওই পৌরসভা নিয়ে রাজ্য সরকারের একাধিক সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে আদালত ৷ ফলে এই পৌরসভা নিয়ে আদালতে বারবার বিপাকে পড়তে হচ্ছে রাজ্যকে ৷

আরও পড়ুন:ঝালদা পৌরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

ABOUT THE AUTHOR

...view details