কলকাতা, 13 ডিসেম্বর : পার্কস্ট্রিট গণধর্ষণ মামলায় নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি রাজাশেখর মান্থা আজ এই নির্দেশ দিয়েছেন । আগামী বৃহস্পতিবার বিচারপতি মান্থার এজলাসে মামলাটির শুনানি রয়েছে । ততদিন পর্যন্ত মামলার শুনানি স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি ।
নিম্ন আদালতে এই মামলার ছয় সাক্ষী পুনরায় তাঁদের বক্তব্য জানানোর আবেদন জানিয়েছিলেন । কিন্তু নিম্ন আদালত সেই আবেদন খারিজ করে দেয় । নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন অভিযুক্তরা । তারপরই আজ বিচারপতি রাজাশেখর মান্থা নিম্ন আদালতে শুনানির উপর আপাতত স্থগিতাদেশ দিলেন ।