পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nupur Sharma Comment Row: অশান্তি ঠেকাতে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী নামান ! রাজ্যকে নির্দেশ হাইকোর্টের

নূপুর শর্মার মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের (Nupur Sharma Comment Row) জেরে রাজ্যে নতুন করে অশান্তি ছড়াতে দেওয়া যাবে না ৷ তার জন্য প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী (Central Force) নামাতে হবে ৷ বৃহস্পতিবার রাজ্য সরকারকে (West Bengal Government) এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷

Calcutta High Court proposed to deploy Central Force to combat Nupur Sharma Comment Row in West Bengal
Nupur Sharma Comment Row: অশান্তি ঠেকাতে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী নামান ! রাজ্যকে নির্দেশ হাইকোর্টের

By

Published : Jun 16, 2022, 4:03 PM IST

কলকাতা, 16 জুন:বিজেপি-র বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মার মন্তব্য ঘিরে যে বিতর্ক (Nupur Sharma Comment Row) তৈরি হয়েছে, তার জেরে পশ্চিমবঙ্গেও যে অশান্তি ছড়িয়েছে এবং সেই ঘটনায় একাধিক ব্যক্তিগত ও সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে, আদালতে তা স্বীকার করে নিয়েছে রাজ্য সরকার (West Bengal Government) ৷ বৃহস্পতিবার এমনটাই দাবি করেছেন মামলাকারী আইনজীবী সুস্মিতা সাহা দত্ত ৷ উল্লেখ্য, নূপুর শর্মার মন্তব্যকে ঘিরে ছড়িয়ে পড়া অশান্তির প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মোট ছ'টি জনস্বার্থ মামলা (Public Interest Litigation) রুজু করা হয় ৷ বুধবারের মধ্যে সেই মামলাগুলির শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখা হয়েছিল ৷ বৃহস্পতিবার আদালত নির্দেশ দেয়, যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করতে হবে রাজ্য সরকারকে ৷

হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব (Justice Prakash Shrivastava) এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের (Justice Rajarshi Bharadwaj) ডিভিশন বেঞ্চে এই জনস্বার্থ মামলাগুলির শুনানি চলছিল ৷ এদিন সেই প্রসঙ্গেই প্রধান বিচারপতি বলেন, যে কোনও ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটে যাওয়ার আগেই রাজ্যকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে ৷ রাজ্য়ের বাস্তব পরিস্থিতি বিচার করেই আদালত এই নির্দেশ দিচ্ছে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ ৷

আরও পড়ুন:Nupur Sharma Comment Row: অশান্তি আটকাতে সতর্ক থাকতে হবে, রাজ্যকে বার্তা হাইকোর্টের

বৃহস্পতিবারের নির্দেশে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বলে, অশান্তি এড়াতে অবিলম্বে রাজ্যকে সমস্ত ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে ৷ যেসব জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেখানকার ভিডিয়ো ফুটেজ দ্রুত সংগ্রহ করতে হবে ৷ নতুন করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে এবং ব্যক্তিগত ও সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হওয়ার আগেই সরকার ও প্রশাসনকে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে হবে ৷ সেইসঙ্গে, আদালতের এই নির্দেশ অনুযায়ী রাজ্য কী কী পদক্ষেপ করল, তা আগামী 27 জুনের মধ্যে রিপোর্ট পেশ করে জানানোরও নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ পাশাপাশি, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ক্ষতিপূরণের বন্দোবস্তও করতে হবে ৷

অশান্তি ঠেকাতে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের ৷

উল্লেখ্য, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ গত 13 জুনের নির্দেশেও জানিয়েছিল, যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে ৷ পুলিশ যদি কোথাও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়, তৎক্ষণাৎ কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতা নিতে হবে ৷ অশান্তির ভিডিয়ো ফুটেজ সংগ্রহের পর তা সংরক্ষণ করে রাখতে হবে ৷ দোষীদের চিহ্নিত করতেই এই ব্যবস্থা করতে হবে ৷ ক্ষতিগ্রস্তদের নিয়ম মাফিক ক্ষতিপূরণ দিতে হবে ৷ এদিন 13 জুনের নির্দেশিকাই বহাল রাখে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷

ABOUT THE AUTHOR

...view details