কলকাতা, 17 মার্চ: আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর (Nawsad Siddique) গ্রেফতারের পর রাজ্যে প্রতিবাদের ঢেউ উঠেছিল। তার নিঃশর্ত মুক্তির দাবিতে ভাঙড় কাশীপুর অঞ্চলে সিপিআইএম ও আইএসএফ বারবার মিছিল করতে চাইলেও তাতে অনুমতি দেয়নি পুলিশ ৷ উলটে এলাকায় 144 ধারা জারি করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে । দুই রাজনৈতিক দলই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মিছিল করার দাবিতে। সেই মামলাতেই গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা (Calcutta High Court) ৷
বিচারপতি মান্থার নির্দেশ, এখন থেকে যাবতীয় মিছিলের আবেদন জেলার এসপি বা কমিশনারেটে সিপির অফিসে করতে হবে। এতদিন থানায় করা হত। অনুমতি দেওয়ার ব্যাপারে পুলিশ কোনও বৈষম্য করবে না সেটা নিশ্চিত করতে হবে। সেখানে কোনও দল কখন আবেদন জমা দিল তা লিখিত রাখার জন্য আলাদা রেজিস্ট্রার রাখতে হবে। ক্রমিক সংখ্যা ধরে সেইসব আবেদন বিবেচনা করে অনুমতি দেবে পুলিশ। কতজন যোগ দিতে পারে তার সংখ্যা, কোথায় করতে চায় সেই জায়গা বা মিছিলের রুট জানতে হবে পুলিশকে।