পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HC on Pending DA: রাজ্য বিদ্যুৎ সংস্থার কর্মীদের বকেয়া ডিএ 6 জানুয়ারির মধ্যে মেটানোর নির্দেশ হাইকোর্টের - রাজ্য বিদ্যুৎ সংস্থার কর্মী

রাজ্য বিদ্যুৎ সংস্থার কর্মীদের বকেয়া মহার্ঘভাতা 6 জানুয়ারির মধ্যে মেটানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷ এখনও বকেয়া ডিএ না মেটানোর ক্ষোভ প্রকাশ করেছে আদালত (HC on Pending DA)৷

Calcutta High Court orders WBSEDCL to clear pending DA to employees by January 6
রাজ্য বিদ্যুৎ সংস্থার কর্মীদের বকেয়া ডিএ 6 জানুয়ারির মধ্যে মেটানোর নির্দেশ দিল হাইকোর্ট

By

Published : Dec 2, 2022, 1:09 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর:রাজ্য বিদ্যুৎ সংস্থার কর্মীদের বকেয়া ডিএ-র পুরোটা এখনও না মেটানোয় রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। 6 জানুয়ারির মধ্যে বকেয়া মহার্ঘভাতা মেটানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা (HC on Pending DA)।

সব টাকা এখনও না মেটানোর অভিযোগ শুক্রবার সকালে বিচারপতি মান্থার এজলাসে উত্থাপন করেন বিদ্যুৎ সংস্থার কর্মীদের আইনজীবী সৌম্য মজুমদার । জবাবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "আমরা বকেয়া মেটানো নিয়ে আগের রায়ের রিভিউ চেয়ে আবেদন করেছি । তার 14 ডিসেম্বর শুনানি রয়েছে ।"

বিচারপতি তখন বলেন, রিভিউ পিটিশন করলেই পুরনো টাকা মেটানোর নির্দেশ কার্যকর না করার সুযোগ জন্মায় না । আদালতের স্পষ্ট নির্দেশ, আগের বকেয়া মেটাতেই হবে । 14-র পরিবর্তে, 6 জানুয়ারি রিভিউ মামলার শুনানি করবে আদালত । তার আগে বকেয়া ডিএ মেটাতে হবে ।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে বিচারপতি বলেন, "আমি আপনার বিড়ম্বনা বাড়াতে চাই না । তাই লিখিত ভাবে নতুন নির্দেশ দিলাম । ডিএ কর্মীদের অধিকার । এটা দয়া নয়, এটা এখন স্পষ্ট । আর কর্মীরা আছেন বলেই প্রতিষ্ঠান আছে । না হলে কোথায় থাকত প্রতিষ্ঠান । এটা চলতে পারে না । নির্দেশ কার্যকর করতে হবে । সুপ্রিম কোর্ট এই ডিএ মেটানো নিয়ে স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে ।"

আরও পড়ুন:3 মাসের মধ্যে বিদ্যুৎ দফতরের কর্মীদের বকেয়া ডিএ মেটানোর আশ্বাস রাজ্যের

বিচারপতির এই কথা শুনে এজি বলেন, "510 কোটি টাকা দেওয়া হয়েছে । আমরা চেষ্টা করছি ।" ফের বিচারপতি কড়া ভাষায় বলেন, "ব্যাপারটা এড়িয়ে যাওয়া যাবে না । যদি বিচারব্যাবস্থায় ভরসা না থাকে তাহলে অন্য কথা । কিন্তু কর্মীদের বঞ্চিত করা যাবে না । এটা তাঁদের কষ্টের দাম । কতদিন এই ভাবে বঞ্চিত থাকবেন তাঁরা । আগে 14 ডিসেম্বর রিভিউ শুনানি ছিল । সেটা পিছিয়ে দিলাম । কিন্তু এর মধ্যে আগের নির্দেশ কার্যকর করতে হবে ।"

ABOUT THE AUTHOR

...view details