কলকাতা, 3 মে : করোনা আক্রান্ত বিজেপি নেতা রাকেশ সিংহকে আইসোলেশন ওয়ার্ড থেকে সরিয়ে কোভিড ওয়ার্ডে স্থানান্তর করার নির্দেশ কলকাতা হাইকোর্টের । হাইকোর্টের অবকাশ কালীন বেঞ্চে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় আজ এই নির্দেশ দিয়েছেন । এর আগে গত শুক্রবার রাকেশের কি কি চিকিৎসা হয়েছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট রাজ্যের কাছে চেয়েছিল কলকাতা হাইকোর্ট ।
রাকেশ সিংকে কোভিড ওয়ার্ডে স্থানান্তরের নির্দেশ কলকাতা হাইকোর্টের - রাকেশ সিংকে কোভিড ওয়ার্ডে স্থানান্তরের নির্দেশ
রাকেশ সিংহকে এই মুহুর্তে বেসরকারি হাসপাতালে ভর্তি করাটা সময় সাপেক্ষ ব্যাপার । বিভিন্ন আইনি পদক্ষেপ মেনে তা করতে হবে । কিন্তু একজন কোভিড আক্রান্তের জরুরি চিকিৎসার প্রয়োজন হয় বিভিন্ন সময় । তাই অবিলম্বে রাকেশ কে আইসোলেশন ওয়ার্ড থেকে কোভিড ওয়ার্ডে স্থানান্তর করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ।
রাকেশের ভাল চিকিৎসার ব্যবস্থা না করে তার সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে বলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁর ছেলে শিভম সিংহ। বর্তমানে রাকেশ সিংহ কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি রয়েছেন । সেখানে তার ঠিকঠাক চিকিৎসা করা হচ্ছে না । সেই কারনে পরিবারের লোক নিজেদের খরচে কোনও বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করতে চান । পুলিশের নজরদারিতেই সেই ব্যবস্থা করা হোক বলে আর্জি জানান রাকেশের তরফের আইনজীবী । যদিও রাজ্যের তরফে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে আদালতে ।
বিচারপতি সব্যসাচী ভট্রাচার্য রাজ্যের কাছে পূর্ণাঙ্গ চিকিৎসার রিপোর্ট তলব করেছিলেন।আজ বিচারপতি অরিন্দম মুখার্জির বিশেষ বেঞ্চে মামলাটি উঠলে বিচারপতি সমস্ত কিছু খতিয়ে দেখার পর জানান করোনা আক্রান্ত রাকেশ সিংহকে এই মুহুর্তে বেসরকারি হাসপাতালে ভর্তি করাটা সময় সাপেক্ষ ব্যাপার । বিভিন্ন আইনি পদক্ষেপ মেনে তা করতে হবে । কিন্তু একজন কোভিড আক্রান্তের জরুরি চিকিৎসার প্রয়োজন হয় বিভিন্ন সময় । তাই অবিলম্বে রাকেশ কে আইসোলেশন ওয়ার্ড থেকে কোভিড ওয়ার্ডে স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন তিনি । আগামীকাল আদালতকে জানাতে হবে নির্দেশ অনুযায়ী সব কিছু করা হয়েছে কিনা ।