কলকাতা, ১৭ মার্চ : কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জাল নথি দেওয়ার অভিযোগ উঠল অরিন্দম রায় নামে এক আইনজীবীর বিরুদ্ধে । অভিযুক্ত ওই আইনজীবীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের রেজিস্টার জেনারেলকে ফৌজদারি আইনে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি (HC Orders Against Lawyer) দেবাংশ বসাক ৷ পাশাপাশি বার কাউন্সিলকেও নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্ত ওই আইনজীবীর বিরুদ্ধে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে ৷
হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা এই আইনজীবীকে এর আগেও হাইকোর্ট জাল নথি জমা দেওয়ার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছিল। পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একটি চক্র বহু লোককে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে বলে অভিযোগ উঠেছিল ৷ পরে অভিযোগের ভিত্তিতে তিনজন ধরা পড়ে এই ঘটনায় । গত বছর ডিসেম্বরে তাদের জামিনের মামলা আসে হাইকোর্টে। মূল মামলা নবগ্রাম থানার হলেও, এই মামলায় ধৃতদের হয়ে এই আইনজীবী সরকারি কৌঁসুলির অফিসে ভুল নথি জমা দেন বলে অভিযোগ ৷ নবগ্রাম থানার বদলে মুর্শিদাবাদের অন্য একটি থানায় থাকা তুলনায় হালকা মামলার নথি জমা দেন ওই আইনজীবী ৷ সেই অনুযায়ী জেলা পুলিশ কেস ডায়েরি পাঠায়। সেই নথি দেখে ধৃতদের বিরুদ্ধে হালকা মামলা থাকায় সরকারি কৌঁসুলি আর জামিনের আবেদনে আপত্তি করেননি। কিন্তু আদালতে সঠিক নথিই জমা দেননি ওই আইনজীবী ৷ ফলে, আদালতের কাছে নবগ্রাম মামলার নথি জমা পড়ায় সেই মামলাতেই জামিন হয়ে যায় অভিযুক্তদের।