পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের 2016 সালের 42949 জন প্রাথমিক শিক্ষকের নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ - Primary Recruitment Panel

Calcutta High Court: আবার 2016 সালে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । দশদিনের মধ্য়ে এই প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও এই নির্দেশ কিভাবে, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে আইনজীবী মহলে ৷

Calcutta High Court
Calcutta High Court

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2024, 7:27 PM IST

Updated : Jan 3, 2024, 8:39 PM IST

কলকাতা, 3 জানুয়ারি: ফের প্রাথমিকের 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । এবার সিঙ্গেল বেঞ্চ এই নির্দেশ দিয়েছে । 42949 জন প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল 10 দিনের মধ্যে প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

নির্দেশে বলা হয়েছে, প্যানেল প্রকাশ আগেই হয়ে থাকলে সেই প্যানেলের হার্ড ও সফট কপি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে পেশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে । মামলাকারী মৌটুসী রায় নামে এক প্রার্থীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি ।

যদিও সৌমেন নন্দী ও রমেশ মালিক মামলায় বিচারপতি অমৃতা সিনহা একই নির্দেশ দিলেও সেই নির্দেশের উপর বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ ইতিমধ্যে স্থগিতাদেশ দিয়েছে । ফলে আইনজীবীরা ও ধন্দে পড়েছেন ডিভিশন বেঞ্চর স্থগিতাদেশের নির্দেশের পর ফের অন্য একটি সিঙ্গেল বেঞ্চ কিভাবে এই নির্দেশ দেয় ।

উল্লেখ্য, বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে রমেশ মালিক সংক্রান্ত মামলায় বিচারপতি সিনহা প্যানেল প্রকাশের নির্দেশ দিলেও প্রাথমিক শিক্ষা পর্ষদ জানতে চেয়েছিল, 2016 সালের নিয়োগ আর এখন 2023 সাল, এতদিন পরে কেন নতুন করে প্যানেল প্রকাশের নির্দেশ দেওয়া হচ্ছে ?

প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছিল, তারা নিয়োগের সময় জেলাভিত্তিক প্যানেল প্রকাশ করেছিল । এখনও সেই প্যানেল তাদের ওয়েবসাইটে রয়েছে । কিন্তু এখন নতুন করে প্রায় 43 হাজার প্রার্থীর প্যানেল প্রকাশ করা সম্ভব নয় । কিন্তু বিচারপতি সিনহার পালটা প্রশ্ন ছিল, প্রাথমিক শিক্ষা পর্ষদ আদৌ প্যানেল কি তৈরি করেছিল ? এই পুরো বিষয়টির এখনও নিষ্পত্তি হয়নি । বিচারাধীন রয়েছে ৷ তার মধ্যেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফের প্যানেল প্রকাশের নির্দেশ দেওয়ায় ধন্দে পড়েছে সবপক্ষই ।

অভিযোগ ছিল, 2016 সালে 42949টি শূন্যপদে নিয়োগের পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদ আরও প্রায় 800 জনকে অতিরিক্ত নিয়োগ করেছিল । যদিও এখনও তা প্রামাণিত নয় । প্রাথমিক ভাবে সিবিআই 94 জনের খোঁজ পেয়েছিল, যাদের বৈধ নথি না থাকা সত্ত্বেও চাকরিতে নিযুক্ত করা হয়েছিল । কিন্তু বাকিদের ব্যাপারে সিবিআই-ও এখনও তাদের রিপোর্টে কিছু উল্লেখ করেনি । এই নিয়েই ডিভিশন বেঞ্চ রিপোর্ট তলব করেছে সিবিআইয়ের কাছে ।

আরও পড়ুন:

  1. 2016 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের পুরো প্যানেল প্রকাশের নির্দেশ বিচারপতি সিনহার
  2. 42 হাজার প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশের নির্দেশের উপর স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের
  3. নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি বাতিলের বিষয়ে এসএসসি-র আচরণে বিরক্ত হাইকোর্ট
Last Updated : Jan 3, 2024, 8:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details