কলকাতা, 3 জুলাই:রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন জেলায় বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের বার বার হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ ওঠেছে ৷ কলকাতা হাইকোর্টে মামলা দায়েরও হয় এই বিষয়টি নিয়ে ৷ পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই এই ঘটনা চলছে বলে অভিযোগ বিরোধীদের । সোমবার মামলার শুনানি শেষে অভিযোগকারী কয়েকশো প্রার্থী এবং তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।
রঘুনাথগঞ্জের বিরোধী দলের প্রার্থী রাকেশ বিশ্বাস এবং তাঁর পরিবার-আত্মীয়রা আদালতে মামলা দায়ের করেছিলেন । অভিযোগ, পঞ্চায়েতে মনোনয়ন পেশের পর থেকেই প্রার্থী-সহ তাঁর পরিবারের সদস্যদের হেনস্থা করা হচ্ছে ৷ এদিন আদালত রঘুনাথগঞ্জ থানার আধিকারিককে আগামী তিনদিনের জন্য একজন সশস্ত্র কনস্টেবল রাকেশ বিশ্বাসের পরিবারের নিরাপত্তার জন্য মোতায়েনের নির্দেশ দেয় ৷ জানা গিয়েছে, প্রার্থীর বাড়িতে মোট 10 জন সদস্য।
অন্যদিকে, মালদার নূরে আলম কংগ্রেসের প্রার্থী। পুলিশের খাতায় কলমে তিনি অস্ত্র মামলায় অভিযুক্ত। 15 জুলাই পর্যন্ত প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে ইংলিশ বাজার থানা কোনও পদক্ষেপ করতে পারবে না বলেও নির্দেশে জানান বিচারপতি। একই সঙ্গে, মোট 18 জনকে নিরাপত্তা দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। একইভাবে, আব্বাস আলির অভিযোগ ছিল, মনোনয়ন জমা করার পর থেকে তাঁকে হেনস্থা করা হচ্ছে। নতুন করে তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। বিচারপতি মান্থার বেঞ্চ এদিন নির্দেশ দিয়েছেন, ইসলামপুর থানা নতুন দায়ের হওয়া মামলা-সহ পুরনো কোনও মামলাতেই অভিযুক্ত পাঁচ জনের বিরুদ্ধে 15 জুলাই পর্যন্ত পদক্ষেপ করতে পারবে না।
রাকেশ মাইতি-সহ চারজন আদালতের দ্বারস্থ হয়েছিলেন। শঙ্কর মণ্ডল নামে একজনকে মাদক মামলায় গ্রেফতার করার পর কাঁথি থানা প্রার্থীদের এই মামলায় যুক্ত করে হেনস্থা করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলে মামলা দায়ের হয়। 15 জুলাই পর্যন্ত তাদের বিরুদ্ধেও পুলিশ কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না বলেও স্পষ্ট জানান বিচারপতি ৷ একই সঙ্গে, শুভঙ্কর মাহাতো নামে এক ব্যক্তি ঝাড়গ্রামের সাকরাইল থানার ওসির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছিলেন। সেই মামলাটি অবশ্য মঙ্গলবার ফের শুনানি হবে বলে জানান বিচারপতি ৷
অন্যদিকে, কলিয়াচক থানার আইসির বিরুদ্ধে শাসক দলকে ভোট দেওয়ার প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করে কংগ্রেস ৷ কংগ্রেস জেলা সভাপতি প্রণব ভট্টাচার্য কালিয়াচকের আইসি'র বিরুদ্ধে বিরোধীদের প্রচার না করতে দেওয়ার অভিযোগ তুলেছেন । কালিয়াচক থানার আইসি উদয়শঙ্কর ঘোষকে সরানোর ব্যাপারে এসপিকে সব দিক খতিয়ে দেখে বিবেচনার নির্দেশ দেন বিচারপতি মান্থা। বিচারপতি তাঁর পর্যবেক্ষণে জানান, আদালত এই আইসির বিরুদ্ধে এর আগেও একাধিক মামলার অভিযোগ পেয়েছে। 48 ঘণ্টার মধ্যে বিবেচনা করে পদক্ষেপ করতে হবে বলেও তিনি সাফ নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: কাটলো বাহিনী জট, 485-এর মধ্যে 162 কোম্পানি আসছে অন্য রাজ্য থেকে
একইভাবে, বিরোধী প্রার্থী রাজামূল হক-সহ 32 জন নিরপত্তার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । তাদেরও 15 জুলাই পর্যন্ত রক্ষা কবচ দিয়েছেন বিচারপতি । জেলা কংগ্রেসের প্রায় সব প্রার্থী ও কর্মী মিলিয়ে প্রায় 300 জনের রক্ষা কবচ এদিন 15 জুলাই পর্যন্ত বাড়িয়েছেন বিচারপতি। নন্দীগ্রামের তিনজন প্রার্থী নির্দিষ্ট কিছু জায়গায় প্রচার করতে ঢুকতে বাধা পাচ্ছেন বলে অভিযোগ আসে আদালতে । এদিন নন্দীগ্রাম থানার ওসিকে ওই তিন জনকে তিন সশস্ত্র কনস্টেবলের নিরাপত্তা দিয়ে আগামী তিনদিন প্রচারের ব্যাবস্থা করার নির্দেশ দেন বিচারপতি। অপর ক্ষেত্রে 36 জন 16টি মামলায় রক্ষাকবচ চেয়ে আবেদন করেন। তাদের বিরুদ্ধেও 15 জুলাই পর্যন্ত নন্দীগ্রাম থানা কোনও পদক্ষেপ করতে পারবে না বলে নির্দেশ দেন বিচারপতি । স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটের স্বার্থে আদালত এই পদক্ষেপের পরামর্শ দিচ্ছে বলেও জানান বিচারপতি।