পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Medical Council Election: মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে কারচুপি ? ভোটের সমস্ত নথি সংরক্ষণ করার নির্দেশ হাইকোর্টের - Calcutta High Court

রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে কারচুপির অভিযোগে বিশ্বজিৎ ভাদুরী নামে এক চিকিৎসক কলকাতা হাইকোর্টে মামলা করেন (Calcutta High Court orders to preserve all voting documents) । তারপরেই নির্বাচনের সমস্ত নথি সংরক্ষণ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের পূজা অবকাশকালীন সিঙ্গল বেঞ্চ (Voting documents of Medical Council Election)।

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 28, 2022, 3:31 PM IST

কলকাতা, 28 অক্টোবর:মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন সংক্রান্ত মামলায় নির্বাচনের সমস্ত নথি সংরক্ষণ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের পূজা অবকাশকালীন সিঙ্গল বেঞ্চ (Calcutta High Court orders to preserve all voting documents)। বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ শুক্রবার এক জানিয়েছে, হাইকোর্টের রেগুলার বেঞ্চে এই মামলার শুনানি হবে (Voting documents of Medical Council Election) ।

রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে কারচুপির অভিযোগে বিশ্বজিৎ ভাদুরী নামে এক চিকিৎসক কলকাতা হাইকোর্টে মামলা করেন । মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে ব্যাপক কারচুপি, জাল ব্যালটে ভোট, ব্যালট পেপার বাড়িতে পাঠানো, গণনার দিন গণনা কেন্দ্রে থাকতে না-দেওয়ার অভিযোগে শাসকদলের চিকিৎসক সংগঠনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগে মামলা হয় । নির্বাচনও বাতিলের দাবি ওঠে ।

এদিন মামলায় হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের নির্দেশ, মেডিক্যাল কাউন্সিল নির্বাচনের ফল প্রকাশ করার ক্ষেত্রে কোনও বাধা নেই । এই বিষয়ে কোনও হস্তক্ষেপ করেনি আদালত । ফল ঘোষণায় এখনই স্থগিতাদেশ নয় । তবে নির্বাচনের কোনও নথি নষ্ট করা যাবে না । নির্বাচনের যাবতীয় নথি সংরক্ষণ করতে হবে । আগামিদিনে আদালতের নির্দেশের উপর ফলাফলের ভবিষ্যৎ নির্ভর করবে ।

আরও পড়ুন: কেন্দ্রীয় হারেই দিতে হবে মহার্ঘভাতা, রাজ্যের পুনর্বিবেচনার আবেদন খারিজ হাইকোর্টের

হাইকোর্ট এদিন আরও জানিয়েছে, পুজোর ছুটির পরে আগামী সোমবার আদালত খুললে নির্দিষ্ট বেঞ্চেই এই মামলার শুনানি হবে।

ABOUT THE AUTHOR

...view details