পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda and Basanti Bomb Blasts Update : মালদা ও বাসন্তী বিস্ফোরণের ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের - মালদা ও বাসন্তী বিস্ফোরণ কাণ্ডে রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

মালদা ও বাসন্তী বিস্ফোরণের ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলবের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ এ রিপোর্ট দিতে হবে 14 দিনের মধ্যেই (Calcutta high court orders to give report of malda and basanti bomb blasts) ৷

malda and basanti bomb blast case
মালদা ও বাসন্তী বিস্ফোরণের ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

By

Published : Jun 6, 2022, 8:58 PM IST

কলকাতা, 6 জুন : মালদা ও বাসন্তী বিস্ফোরণের ঘটনায় দু'সপ্তাহের মধ্যে রাজ্যের রিপোর্ট তলবের নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের (Calcutta high court orders to give report of malda and basanti bomb blasts) । মালদা ও বাসন্তীতে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের আবেদন জানিয়ে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা।

গত 28 মার্চ বাসন্তীর ফুলমালঞ্চ এলাকার সর্দারপাড়ায় ভোরের দিকে হঠাৎ একটি বাড়িতে বোমা বিস্ফোরণে আগুন লেগে যায়। পুলিশের প্রাথমিক অনুমান ছিল, ওই বাড়িতে বোমা মজুত রাখা হয়েছিল ৷ বোমা বাঁধার প্রশিক্ষণ দেওয়া হত কি না সেই সন্দেহ ছড়ায়। অন্যদিকে, 22 এপ্রিল বিকেল সাড়ে চারটে নাগাদ কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির গোপালনগর এলাকায় বল ভেবে খেলতে গিয়ে আমবাগানে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয় পল্টু সাহা, মিঠুন সাহা, আবদুর রাহান, শুভজিৎ সাহা এবং বিক্রম সাহা নামে পাঁচটি বাচ্চা ছেলে।

আরও পড়ুন :কেকে'র মৃত্যুতে আর্থিক দুর্নীতির অভিযোগে ইডির তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা

এই ঘটনায় এনআইএ তদন্তের আর্জি জানানো হয়েছিল। কিন্তু রাজ্য এই ঘটনার তদন্ত করছে। এর আগেও রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট। কিন্তু পূর্ণাঙ্গ রিপোর্ট এখনও না দিতে পারায় ফের রাজ্যের কাছে রিপোর্ট তলবের নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে এই রিপোর্ট 14দিনের মধ্যেই জনা দিতে হবে ৷

ABOUT THE AUTHOR

...view details