পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

post poll violence case: ভোট-পরবর্তী হিংসায় ঘরছাড়াদের অভিযোগ শুনতে কমিটি গঠন হাইকোর্টের - ভোট পরবর্তী হিংসা মামলা

ভোট-পরবর্তী হিংসার মামলায় (post poll violence case) ঘরছাড়াদের অভিযোগ শুনতে ফের দুই সদস্যের কমিটি (High Court orders to form committee) গঠন করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court order) ৷

Calcutta High Court orders to form committee in post poll violence case
ভোট-পরবর্তী হিংসায় ঘরছাড়াদের অভিযোগ শুনতে কমিটি গঠন হাইকোর্টের

By

Published : Mar 14, 2022, 1:35 PM IST

Updated : Mar 14, 2022, 1:57 PM IST

কলকাতা, 14 মার্চ:একুশের বিধানসভা নির্বাচনে ভোট-পরবর্তী হিংসায় (post poll violence case) এখনও যাঁরা ঘরছাড়া, ঘরে ফিরলেও যাঁরা শান্তিপূর্ণ ভাবে ও নিরাপদে এলাকায় থাকতে পারছেন না, এই রকম কয়েকশো ব্যক্তির অভিযোগ খতিয়ে দেখতে ফের দুই সদস্যের কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court order)।

প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ আজ জাতীয় মানবাধিকার কমিশন ও রাজ্য মানবাধিকার কমিশনের দু‘জন সদস্যকে নিয়ে একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন । মামলাকারী (High Court orders to form committee) আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল আজ আদালতে যে 303 জনের বক্তব্য হলফনামা আকারে জমা দিয়েছেন, সেই তালিকা ওই কমিটির হাতে তুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে । কমিটি খতিয়ে দেখে আদালতকে রিপোর্ট দেবে ।

পাশাপাশি যাঁদের হলফনামা আদালতে জমা পড়েছে, তাঁদের বিরুদ্ধে যাতে নতুন করে কোনও হুমকি না আসে এবং তাঁদের নিরাপত্তা ও সুরক্ষা যাতে সুনিশ্চিত করা হয়, রাজ্য পুলিশের ডিজি ও আইজি-কে সেই নির্দেশ দেওয়া হয়েছে । 19 এপ্রিল ফের শুনানি হবে এই মামলার ।

আরও পড়ুন:CBI Reward on Post Poll Violence : ঝাড়গ্রামে বিজেপি কর্মী খুনে ফেরারদের ধরার জন্য পুরস্কার ঘোষণা সিবিআই-এর

শুনানিতে মামলাকারী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, ‘‘তিনশোর বেশি বিজেপি কর্মী এখনও ঘরছাড়া ৷ বেশিরভাগ থানা কোনও পদক্ষেপ করছে না ৷ তাঁদের অধিকার আছে তাঁরা যাতে নিজেদের বাড়িতে ফিরতে পারেন ৷ রাজ্য বারবার বলছে, এই সমস্ত লোকজনের কোনও খোঁজই নেই, তাঁদের ফোন নম্বর ভুয়ো ৷ এই সব বলে পুলিশ এড়িয়ে যাচ্ছে ৷ কিছুই করছে না ৷ এদের বেশির ভাগের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে ৷ কেউ কেউ বাড়ি ফিরতে পারলেও এলাকায় নিরাপদে থাকতে পারছেন না ৷ স্থানীয় তৃণমূল গুন্ডা বাহিনী অনবরত মারার হুমকি দিচ্ছেন ৷’’

মামলাকারী আইনজীবীর অভিযোগ

যদিও রাজ্যের এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এই বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করে দেন ৷ তাঁর দাবি, অধিকাংশই মিথ্যে অভিযোগ ৷

সিবিআইয়ের তরফে আজ চতুর্থ দফায় তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করেছেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ৷ তিনি জানান, সিবিআইয়ের হাতে বর্তমানে 28টি মামলা রয়েছে ৷ সিটের হাতে রয়েছে 32টি মামলা ৷ এপ্রিল মাসে ফের এই মামলার শুনানি ।

আরও পড়ুন :Post Poll Violence : শীতলকুচি এবং নলহাটিতে বিজেপি কর্মী খুনের ঘটনায় হুলিয়া জারি সিবিআইয়ের

Last Updated : Mar 14, 2022, 1:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details