কলকাতা, 17 এপ্রিল:হুগলি জেলার বিভিন্ন পৌরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগ । উত্তরপাড়ার পাশাপাশি ভদ্রেশ্বর ও রিষড়া পৌরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে নতুন মামলা দায়ের করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ ।
আদালতের নির্দেশে ইতিমধ্যেই উত্তরপাড়া সংক্রান্ত মামলায় সিবিআই ও ইডিকে যুক্ত করা হয়েছে বলে আদালতে জানিয়েছেন মামলাকারীর আইনজীবী । পৌরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগে মামলা করার আবেদন জানিয়েছে কর্মী সংগঠন ৷ মামলাকারীর আবেদন, সিবিআই অথবা ইডিকে দেওয়া হোক তদন্তের ভার । পাশাপাশি সমস্ত নিয়োগ খারিজ করার আবেদন জানিয়েছেন তিনি ।
হুগলি জেলার সমস্ত পৌরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় মামলাকারীর অভিযোগ, উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান ও স্থানীয় সাংসদের মদতে নিয়োগ করা হয়েছে পৌরসভায় । হুগলি জেলায় সমস্ত পৌরসভায় প্রায় 7500টি নিয়োগ হয়েছে বেআইনি ভাবে । শুধু
উত্তরপাড়া পৌরসভায় বেআইনি ভাবে নিয়োগের সংখ্যা প্রায় 150 বলে অভিযোগ করা হয়েছে । শীঘ্রই মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি হবে ।