পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Calcutta High court: তালিকা থেকে বাদ মামলা, হাইকোর্টের নির্দেশে ফাঁপরে জয়প্রকাশ মজুমদার - Calcutta Highcourt

কয়েকদিন আগে এক ব্যক্তিকে পেট্রল পাম্প এবং বিজেপির সাংগঠনিক পদ পাইয়ে দেওয়ার নামে চার লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে । কিন্তু, আশ্বাস পূরণ না হওয়ায় ওই ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন । এই অভিযোগ খারিজের দাবিতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল আজ ।

হাইকোর্টের নির্দেশে ফাঁপড়ে জয়প্রকাশ মজুমদার
হাইকোর্টের নির্দেশে ফাঁপড়ে জয়প্রকাশ মজুমদার

By

Published : Aug 18, 2021, 2:16 PM IST

Updated : Aug 18, 2021, 6:07 PM IST

কলকাতা, 18 অগস্ট : কয়েকদিন আগে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকে (Jay prakash Majumdar) এক সপ্তাহের জন্য গ্রেফতার না করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)। নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা । গতকাল মামলার শুনানিতে জয়প্রকাশ মজুমদারের তরফে আইনজীবী আরও কিছুটা সময় চেয়ে নেন । তাই আজ মামলাটির শুনানির তারিখ ঠিক করা হয় । কিন্তু, ভার্চুয়ালি মামলার শুনানির সময় দেখা যায়, জয়প্রকাশ মজুমদারের আইনজীবী উপস্থিত নেই । এরপরই ক্ষুব্ধ বিচারপতি রাজাশেখর মান্থা মামলাটি তালিকা থেকে বাদ দিয়ে দেওয়ার নির্দেশ দেন । স্বাভাবিকভাবেই বেকায়দায় পড়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার ।


উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে পেট্রল পাম্প এবং বিজেপির সাংগঠনিক পদ পাইয়ে দেওয়ার নাম করে বাগদার বাসিন্দা অরূপ রতন রায়ের থেকে জয়প্রকাশ মজুমদার প্রায় চার লাখ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ । কিন্তু, পরবর্তীকালে তিনি নাকি সেই আশ্বাস পূরণ করেননি । ঘটনায় থানায় এফআইআর দায়ের করেছিলেন অরূপ রতন রায় । সেই এফআইআর খারিজের দাবিতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জয়প্রকাশ মজুমদার ।

আরও পড়ুন, PAC Case: মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান সংক্রান্ত মামলায় হাইকোর্টে হলফনামা স্পিকারের

গত 12 অগস্ট বিচারপতির রাজাশেখর মান্থা জয়প্রকাশ মজুমদারকে এক সপ্তাহের জন্য গ্রেফতার না করার নির্দেশ দিয়েছিলেন পুলিশকে । সেই সময়সীমা শেষ হচ্ছে আজ । ফলে এখন পুলিশ যদি মনে করে, তাহলে তাঁকে 41a-তে নোটিশ পাঠিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে । এমনকী, গ্রেফতারও হতে পারেন জয়প্রকাশ মজুমদার ।

Last Updated : Aug 18, 2021, 6:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details