কলকাতা, 24 নভেম্বর:একটি অবৈধ 6 তলা বাড়ি ভাঙার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ শুক্রবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা । এদিনের নির্দেশে বলা হয়েছে, ডিসি পোর্টকে প্রয়োজনীয় পুলিশ নিরাপত্তা দিয়ে বাড়ি ভাঙার কাজ করতে হবে । 18 নভেম্বরের মধ্যে ওই বেআইনি বহুতল ভাঙার কাজ শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ 28 নভেম্বর আদালতে এই নিয়ে রিপোর্টও পেশ করতে হবে পুলিশকে ৷ উল্লেখ্য, একদিন আগেই হাওড়ার লিলুয়ায় একটি বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ ওই নির্মাণ নিয়ে পুলিশের ভূমিকারও কঠোর সমালোচনা করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ এবার একই পথে হেঁটে কলকাতার একবালপুরের একটি অবৈধ বহুতল ভাঙার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা ৷ যত ফোর্স প্রয়োজন তত ফোর্স নিয়ে ওই অবৈধ নির্মাণ ভাঙতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷
একবালপুরের এই অবৈধ নির্মাণ নিয়ে আদালতে মামলা করেছিলেন সাকিল আহমেদ সাগর নামে এক ব্যাক্তি । ওই বহুলতের প্রোমোটার আজিম আখতার । সম্পর্কে তিনি আবার মামলাকারীর ছোট ভাই । 24/এইচ/11 ডেন্ট মিশন রোড, একবালপুর, ওয়ার্ড নম্বর 77 এই ঠিকানায় ওই বেআইনি নির্মাণ হয়েছে বলে অভিযোগ ৷ বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, 18 ডিসেম্বরের মধ্যে পুরো বাড়ি ভেঙে ফেলতে হবে । 28 ডিসেম্বর আদালতকে রিপোর্ট দিতে হবে ।
2017 সালে প্রথম আলিপুর আদালতে মামলা হয় এই বেআইনি নির্মাণটি নিয়ে । আলিপুর আদালত পুর আইনের 144 ধারায় ওই বহুতলে নতুন করে আর কোনও নির্মাণ করতে বারন করে । পুলিশ রিপোর্ট দিয়ে জানায় ওই বেআইনি নির্মাণের কাজ বন্ধ করা হয়েছে । অভিযোগ, এর মাঝে মামলাকারীকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। এরপর 2017 সালে নভেম্বরে হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারী । মামলা হয় বেআইনি নির্মানের অভিযোগে ।