পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 10, 2023, 4:46 PM IST

ETV Bharat / state

Cal High Court: দক্ষিণ 24 পরগনা প্রাথমিক শিক্ষা পর্ষদকে দ্রুত 1506টি শূন্যপদে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

বিচারপতি অমৃতা সিনহা ও বিচারপতি কৃষ্ণা রাওয়ের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে। বলা হয়েছে দক্ষিণ 24 পরগনা (জেলা) প্রাথমিক শিক্ষা পর্ষদকে অবিলম্বে যে শূন্যপদ রয়েছে তাতে নিয়োগ করতে হবে ৷ আগামী 30 অগস্টের মধ্যে যদি এই নির্দেশ না-মানা হয় তাহলে কড়া পদক্ষেপ গ্রহণ করবে আদালত ৷

Cal High Court
1506টি শূন্যপদে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

কলকাতা, 10 অগস্ট:2009 সালের নিয়োগ প্রক্রিয়ায় দক্ষিণ 24 পরগনা (জেলা) প্রাথমিক শিক্ষা পর্ষদকে মোট 1 হাজার 506টি পদে 30 অগস্টের মধ্যে নিয়োগের নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিচারপতি অমৃতা সিনহা ও বিচারপতি কৃষ্ণা রাওয়ের ডিভিশন বেঞ্চ আজ, বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে। গতবছর আদালতের নির্দেশ সত্ত্বেও তা পালন না-করায় শিক্ষা সচিবের রিপোর্ট তলব করে ডিভিশন বেঞ্চ। এদিন শিক্ষা দফতরের সচিব একটা রিপোর্ট দিয়েছে আদালতে।

রিপোর্টে জানানো হয়েছে, চলতি মাসের 8 তারিখে 1 হাজার 403টি সুপার নিউমোরিক পদ পূরণের অনুমতি দিয়েছেন রাজ্যপাল ৷ দক্ষিণ 24 পরগনায় আগেই 103টি শূন্যপদ রয়েছে । তাহলে মোট পূরণের পদ দাঁড়ায় 1 হাজার 506টি শূন্যপদ। সচিবকে ফের নিয়োগের বিষয়ে 30 অগস্ট রিপোর্ট দিতে নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা ও বিচারপতি কৃষ্ণা রাওয়ের ডিভিশন বেঞ্চের। 2009 সালে রাজ্যের মোট চারটি জেলা মালদা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় প্রাইমারিতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ।

আরও পড়ুন:এক বছরেও নির্দেশ কার্যকর হয়নি, স্কুল সভাপতিকে সরিয়ে দেওয়ার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের

সেই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক গলদের অভিযোগে হাইকোর্টে দায়ের হয় মামলা। অন্যান্য জেলার সমস্যার সমাধান হয়ে গেলেও এখনও দক্ষিণ 24 পরগনায় নিয়োগের সমস্যা মেটেনি। 2022 সালের 10 নভেম্বর দক্ষিণ 24 পরগনার নিয়োগ বিষয় দ্রুত সমাধান করতে নির্দেশ দেয় আদালত ৷ এই নির্দেশ দেওয়া হয় আগামী 14 দিনের মধ্যে। কিন্তু তাও করা হয়নি বলে, আদালত অবমাননার আবেদন করেন চাকরিপ্রার্থীরা। আজ, সেই মামলার শুনানিতেই রাজ্যের উপর অসন্তুষ্ট বিচারপতি অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চ ৷ তাই রাজ্যকে আগামী 30 অগস্টের মধ্যে ওই পদে নিয়োগের নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ যদি মেনে না-নেওয়া হয় তাহলে পরবর্তীতে কড়া পদক্ষেপ গ্রহণ করবে আদালত, এমনটাই জানান বিচারপতি অমৃত সিনহা ৷

আরও পড়ুন:টেট পাসের নম্বর নিয়ে মতভেদ হাইকোর্টের দুই বিচারপতির, মামলা সরল অন্য বেঞ্চে

ABOUT THE AUTHOR

...view details