কলকাতা, 10 অগস্ট:2009 সালের নিয়োগ প্রক্রিয়ায় দক্ষিণ 24 পরগনা (জেলা) প্রাথমিক শিক্ষা পর্ষদকে মোট 1 হাজার 506টি পদে 30 অগস্টের মধ্যে নিয়োগের নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিচারপতি অমৃতা সিনহা ও বিচারপতি কৃষ্ণা রাওয়ের ডিভিশন বেঞ্চ আজ, বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে। গতবছর আদালতের নির্দেশ সত্ত্বেও তা পালন না-করায় শিক্ষা সচিবের রিপোর্ট তলব করে ডিভিশন বেঞ্চ। এদিন শিক্ষা দফতরের সচিব একটা রিপোর্ট দিয়েছে আদালতে।
রিপোর্টে জানানো হয়েছে, চলতি মাসের 8 তারিখে 1 হাজার 403টি সুপার নিউমোরিক পদ পূরণের অনুমতি দিয়েছেন রাজ্যপাল ৷ দক্ষিণ 24 পরগনায় আগেই 103টি শূন্যপদ রয়েছে । তাহলে মোট পূরণের পদ দাঁড়ায় 1 হাজার 506টি শূন্যপদ। সচিবকে ফের নিয়োগের বিষয়ে 30 অগস্ট রিপোর্ট দিতে নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা ও বিচারপতি কৃষ্ণা রাওয়ের ডিভিশন বেঞ্চের। 2009 সালে রাজ্যের মোট চারটি জেলা মালদা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় প্রাইমারিতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ।