কলকাতা, 28 জুন:ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়েছে পঞ্চায়েত ভোটের প্রচারপর্ব ৷ শেষ মনোনয়ন জমা ও প্রত্যাহারের কাজও ৷ 8 জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ এমতাবস্থায় এবার রাজ্য নির্বাচন কমিশনকে তাদের কাজের গতি বাড়ানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । বুধবার পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত এক মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷
উল্লেখ্য, কেন্দ্র সরকার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত বিষয় দেখার জন্য দিল্লিতে একজন নোডাল অফিসার নিযুক্ত করেছে । তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখতে । কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের তরফে সংশ্লিষ্ট আধিকারিককে বাহিনী মোতায়েনের বিষয়ে কমিশন কিছু জানায়নি বলে অভিযোগ উঠেছে ৷ এই প্রসঙ্গে এদিন হাইকোর্ট কমিশনের উদ্দেশ্যে বলে, "কমিশন যদি এইরকম আচরণ করে তাহলে সাধারণ ভোটাররা কি করে আত্মবিশ্বাস পাবে?" এরপরেই এদিন প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, কমিশন আদালতের দেওয়া নির্দেশ কীভাবে পালন করছে সেই বিষয়ে আগামী সোমবার রাজ্য নির্বাচন কমিশনকে সংক্ষিপ্ত আকারে রিপোর্ট জমা দিতে হবে আদালতে ৷
প্রধান বিচারপতির বেঞ্চ এদিন নির্দেশে আরও জানিয়েছে, প্রার্থীদের অভিযোগ খতিয়ে দেখতে জেলাশাসকদের নিয়োগ করেছে রাজ্য নির্বাচন কমিশন । তাই হাইকোর্টের নির্দেশের পর কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা আদালতকে জানাতে হবে ৷ এছাড়াও, এই ভোটে সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগানো হয়েছে কি না? সিসিটিভির কী ব্যবস্থা করা হয়েছে? চুক্তিভিত্তিক কর্মীদের কাজে লাগানো হয়েছে কি না এই যাবতীয় বিষয় নিয়ে আগামী সোমবারের মধ্যে কমিশন একটি রিপোর্ট দেবে ।