পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Calcutta High Court: আদালতের নির্দেশ অমান্য, শিক্ষা দফতরকে 50 হাজার জরিমানা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

হাইকোর্টের নির্দেশ অমান্য করেছে রাজ্য শিক্ষা দফতর ৷ এই অভিযোগে শিক্ষা দফতরকে বুধবার 50 হাজার টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট ৷ 10 দিনের মধ্যে এই টাকা জমা দিতে হবে ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : Jul 25, 2023, 4:10 PM IST

কলকাতা, 25 জুলাই: রাজ্য শিক্ষা দফতরকে এবার 50 হাজার টাকা জরিমানা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ 10 দিনের মধ্যে হাইকোর্টের লিগ্যাল এইড সার্ভিসে এই টাকা জমা দিতে হবে শিক্ষা দফতরকে ৷ এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাদের থেকে টাকা নিয়ে দিতে হবে ওই জরিমানার টাকা । পূর্ব মেদিনীপুরে প্রাইমারিতে নিয়োগ সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷

একটি মামলার পরিপ্রেক্ষিতে পূর্ব মেদিনীপুরে 2012 সালে প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ায় কারা স্বজন পোষণ মারফত চাকরি পেয়েছিলেন তা খচিয়ে দেখতে শিক্ষা দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারিকে তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত । নির্দেশ দেওয়া হয়েছিল 2016 সালে । কিন্তু 2016 সালের সেই নির্দেশ শিক্ষা দফতর কার্যকর করেনি বলে অভিযোগ ৷ তারপরেই ফের এই বিষয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে । মামলাকারীর আইনজীবীর তরফ থেকে আবেদন জানানো হয়, সেই সময় যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল-সহ তদন্তের নির্দেশ দিক আদালত ।

এই মামলাতেই আদালতের নির্দেশ এতদিনে পালন না করায়, এদিন শিক্ষা দফতরকে 50 হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । এদিন ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, ছ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে প্রিন্সিপাল সেক্রেটারিকে রিপোর্ট জমা দিতে হবে । বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ,"প্রিন্সিপ্যাল সেক্রেটারির যদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না থাকে তবে তাঁর পদত্যাগ করা উচিত ।"

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা রুখতে রাজ্যে আরও 10 দিন থাকছে কেন্দ্রীয় বাহিনী

মামলার পরবর্তী শুনানি আগামী 12 সেপ্টেম্বর ৷ রাজ্যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলায় প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত সমস্ত স্তরে বিপুল দুর্নীতি সামনে আসার পর থেকে শিক্ষা দফতরের উপরে বেজায় ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায় । বার বার বিভিন্ন মামলায় জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি । কয়েকদিন আগেও প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি গৌতম পাল আদালতের নির্দেশ পালন না করায় তাঁকে হাইকোর্টে ডেকে জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল । শেষে পর্ষদ সভাপতি হাতজোড় করে ক্ষমা চাওয়ায় সেই নির্দেশ বাতিল করেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ।

ABOUT THE AUTHOR

...view details