পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal Recruitment Scam: নবম-দশমে 183 বেআইনি সুপারিশ প্রাপকের তালিকা 24 ঘণ্টার মধ্যে প্রকাশের নির্দেশ হাইকোর্টের - ওএমআর শিট

স্কুলে নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Scam) ঘিরে কয়েকমাস ধরেই উত্তাল গোটা বাংলা ৷ বহু শিক্ষক বেআইনিভাবে চাকরি পেয়েছেন বলে অভিযোগ ৷ তার মধ্যে নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে 183টি বেআইনি সুপারিশের তালিকা আগামী 24 ঘণ্টার মধ্যে প্রকাশ করতে বৃহস্পতিবার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) ৷

Calcutta High Court orders release of 183 Illegal Appointments list in 24 hours
Bengal Recruitment Scam: নবম-দশমে 183 বেআইনি সুপারিশ প্রাপকের তালিকা 24 ঘণ্টার মধ্যে প্রকাশের নির্দেশ হাইকোর্টের

By

Published : Dec 1, 2022, 1:54 PM IST

Updated : Dec 1, 2022, 6:32 PM IST

কলকাতা, 1 ডিসেম্বর: নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 183টি বেআইনি সুপারিশের (Illegal Appointments) তালিকা আগামী 24 ঘণ্টার মধ্যে প্রকাশ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) এই নির্দেশ দিয়েছেন ৷ তাঁর নির্দেশ, স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এই তালিকা ৷

বিচারপতির নির্দেশ, এঁদের মধ্যে কতজন, কোন স্কুলে কর্মরত রয়েছেন, তা জেলা স্কুল পরিদর্শকের কাছ থেকে জানতে চাইবে কমিশন । তিনদিনের মধ্যে কমিশনকে এই তথ্য জানাবেন জেলা স্কুল পরিদর্শকরা । 14 ডিসেম্বরের মধ্যে পরবর্তী রিপোর্ট পেশ করবে এসএসসি ।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আরও নির্দেশ, আগামী 3 ডিসেম্বর কমিশন, মামলাকারী এবং সিবিআই নিজেদের মধ্যে বৈঠক করবেন । গাজিয়াবাদ এবং কমিশনের দফতর থেকে বাজেয়াপ্ত হওয়া হার্ডডিস্ক থেকে ইতিমধ্যেই ওএমআর শিটের (OMR Sheet)-এর যে নমুনা দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখে রিপোর্ট দেবে সিবিআই ।

একই সঙ্গে এদিন শুনানিতে বিচারপতির মন্তব্য, "তদন্তে খুব তাড়াতাড়ি ধেড়ে ইঁদুর বেরবে ৷" এছাড়া তিনি সিবিআইকে (CBI) বলেন, "সিবিআই আমাকে জানিয়েছে যে সুবীরেশ ভট্টাচার্য মুখ খুলছেন না । তাঁকে দিল্লি নিয়ে জেরা করা হোক । মুখ খুলতেই হবে । দুপুর 3টের সময় এসে আমাকে জানান যে সুবীরেশ ভট্টাচার্য মুখ খুলছেন কি না !’’ এর পর তাঁর মন্তব্য, ‘‘অকল্পনীয় নির্দেশ দেব । এঁরা সরকারকে সমস্যায় ফেলছেন । কমিশনের অফিসে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে ।’’

উল্লেখ্য, গতকাল বুধবার 183 জন বেআইনি সুপারিশ প্রাপকের তালিকা প্রকাশ করতে বলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ পরে আবার তিনি তা স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন ৷ কিন্তু বৃহস্পতিবার জানিয়ে দিলেন যে স্কুল সার্ভিস কমিশনকে আগামী 24 ঘণ্টার মধ্য়েই ওই তালিকা প্রকাশ করতে হবে ৷

এরপর আদালতের দ্বিতীয়ার্ধে সিবিআই আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান, সিবিআই প্রেসিডেন্সি জেলে গিয়ে সুবীরেশ ভট্টাচার্যকে জেরা করতে পারে । সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত জেরা করা যাবে । বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘সুবীরেশ ভট্টাচার্য যিনি এখন জেলে আছেন, আমার মনে হয় তাঁকে সিবিআই ফের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ না করলে অনেক তথ্য উদ্ধার হবে না । অন্তত 24 ঘণ্টা তাঁকে জেরা করা প্রয়োজন । সুবীরেশ ভট্টাচার্য বর্তমানে প্রসিডেন্সি সংশোধনাগারে আছেন । যদি সুবীরেশ ভট্টাচার্য তদন্তে সহযোগিতা না করেন, তাহলে সিবিআই উপযুক্ত পদক্ষেপ নেবে । যাতে তদন্ত প্রক্রিয়া মসৃণ ভাবে চলতে পারে ।’’

আরও পড়ুন:কর্ম-শারীরশিক্ষায় শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ, মেয়াদ বাড়াল হাইকোর্ট

Last Updated : Dec 1, 2022, 6:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details