পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Amta Bomb Blast Case : বোমা বিস্ফোরণ-কাণ্ডে হাইকোর্টে আমতা থানার আইসিকে হাজিরার নির্দেশ - Amta Bomb Blast Case

হাওড়া (আমতা) তৃণমূলের পার্টি অফিসে বোমা বিস্ফোরণ-কাণ্ডে আমতা থানার আইসিকে আদালতে সশরীরে ডেকে পাঠালেন হাইকোর্টের বিচারপতি (calcutta high court orders present to ic of amta police station on Amta Bomb Blast) ৷ ওই নির্দেশে বলা হয়েছে আইসিকে হাজিরা দিতে হবে আগামী 16 জুন।

Amta Bomb Blast
আমতা থানার আইসিকে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টে

By

Published : Jun 6, 2022, 10:38 PM IST

কলকাতা, 6 জুন :আমতা থানার আইসিকে সশরীরে হাজিরার নির্দেশ কলকাতা হাইকোর্টে। নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার (calcutta high court orders present to ic of amta police station)।

আমতা থানা এলাকায় গত 23 ফেব্রুয়ারি তৃণমূলের পার্টি অফিসে বোমা বিস্ফোরণ ঘটে ৷ সেই বিস্ফোরণে জখম হয়ে কয়েকদিন পর মারা যান মহরম আলি নামে এক ব্যাক্তি, বলে অভিযোগ। তাঁর বাবা সরাবত আলি পুলিশে অভিযোগ জানাতে গেলে পুলিশ এফআইআর নেয়নি। উলটে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হয়। ঘটনাচক্রে সেইদিনই নতুন আইসি দায়িত্বভার গ্রহণ করেছিলেন। সেই আইসিকেই ডেকে পাঠিয়েছেন বিচারপতি। বাধ্য হয়ে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বাবা সরবত আলি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলাতেই আদালতের নির্দেশ, আমতা থানার আইসি-কে হাজিরা দিতে হবে আগামী 16 জুন।

আরও পড়ুন :হাঁসখালি থানার আইসি ও অফিসারের বিরুদ্ধে তদন্তের আর্জি, হাইকোর্টে নির্যাতিতার বাবা-মা

ওইদিনই পরবর্তী শুনানি এই মামলার। মামলাকারীর তরফে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন,"শেখ সরাবত আলি বিরোধী রাজনৈতিক দলের সদস্য হওয়ার জন্য দীর্ঘদিন চন্দ্রপুর এলাকায় যেতে পারেন না। তাঁর ছেলে মহরম আলিকে 23 ফেব্রুয়ারি তৃণমূলের পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে বোমা বাঁধা হচ্ছিল। সেই সময় বিস্ফোরণে আহত হন মহরম আলি। পরে তাঁকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় ৷ জখম গুরুতর হওয়ায় গত 28 ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়। কিন্তু থানায় অভিযোগ জানাতে গেলে অভিযোগ গ্রহণ করা হয়নি। উলটে মহরম আলির বাবা সরাবত আলির বিরুদ্ধে আমতা থানা এফআইআর করে। এ রাজ্যে শাসক দল যা খুশি করছে। লোক মরলেও অভিযোগ নেওয়া হয় না। আমরা সিবিআই, এনয়াইএ তদন্তের দাবি জানিয়েছি।"

ABOUT THE AUTHOR

...view details