কলকাতা, 27 জুলাই:মহরমে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে রাজ্য পুলিশকে পাবলিক নোটিশ জারি করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাত 10 টা'র পর সাধারণত মাইক বাজানো নিষিদ্ধ। এই বিষয়টি সম্পর্কে আদৌ সকলে অবহিত কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করে এবার পুলিশকে পাবলিক নোটিশ জারি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ একই সঙ্গে, সময় এবং আওয়াজের ক্ষেত্রে রাশ টানতে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকেও নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে আদালত ৷
আগামী 29 জুলাই মহরম ৷ আর সেই উপলক্ষে কখন এবং কতক্ষণ মাইক বা বক্স বাজানো যাবে, তার উল্লেখ করতে হবে নোটিশে, তাও স্পষ্ট করে দিয়েছেন প্রধান বিচারপতি। পার্ক সার্কাস এলাকার এক বাসিন্দার দায়ের করা মামলায় নির্দেশ দিল হাইকোর্ট। মামলাকারীর অভিযোগ, উৎসব আসলেই দিনরাত শব্দের তাণ্ডব চলে তাঁর বাড়ির সামনে। ফুটপাথ জুড়ে চলে রান্না, খাওয়া-দাওয়া ইত্যাদি। বাড়িতে বয়স্ক মানুষ বা শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধার কথা এরা ধর্তব্যের মধ্যে আনে না বলেও অভিযোগ ওই মামলাকারীর। পার্ক স্ট্রিট থানায় মামলাকারী মহিলা সগুপ্তা সুলেমান বারংবার অভিযোগ জানিয়েও সুরাহা পাননি বলে অভিযোগ ৷ শেষ পর্যন্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন তিনি।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ নির্দেশ দিয়ে জানায়, মাইক ব্যবহার হলে তাতে সাউন্ড লিমিটার থাকতে হবে। রাজ্যের তরফে এদিন জানানো হয়, একদিন পরই মহরম। এত দ্রুত এমন নির্দেশ কার্যকর করা কঠিন। যদিও আদালত তাতে গুরুত্ব না দিয়ে বিষয়টি সদর্থকভাবে বিবেচনা করতে হবে বলে নির্দেশ দিয়েছে ৷ রাজ্যের তরফে শুনানিতে জানানো হয়, পুলিশে অভিযোগ জানালে ব্যাবস্থা নেওয়া হয়েছে। এবং নিয়ন্ত্রণ করা হয়েছে বলেও জানানো হয়। সময়ের উপর নিয়ন্ত্রণ করা হয়েছে বলেও দাবি করা হয়েছে রাজ্যের তরফে।