কলকাতা, 26 অগস্ট:প্যানক্রিয়াসের সমস্যায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সদ্য মা হওয়া এক তরুণীর । কিন্তু এই মৃত্যুর দায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ যিনি ওই তরুণীর প্রসবের অপারেশন করেছিলেন তার উপর চাপাচ্ছে পরিবার । এমনকি চরম হেনস্থার শিকার হয়েছেন ওই চিকিৎসক । অভিযোগ উঠেছে, ওই চিকিৎসককে হুমকি দেওয়ায়, তাঁর বাড়িতে হামলা চালানোর ও চিকিৎসকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাওয়ার ৷ বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করে সুরাহা না মেলায় অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হলেন এই চিকিৎসক । শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন অবিলম্বে ওই চিকিৎসককে প্রয়োজনীয় পুলিশি সহায়তা দিতে হবে যাতে নতুন করে তিনি কোনও সমস্যায় না পড়েন ।
জানা গিয়েছে, সন্তান প্রসবের পর ওই মহিলার প্যানক্রিয়াসের জটিল সমস্যা ধরা পড়ে । এই রাজ্যে চিকিৎসায় সুস্থ না হওয়ায় দক্ষিণ ভারতে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে ৷ কিন্তু তাতেও কোনও ফল মেলেনি ৷ মৃত্যু হয় ওই মহিলার ৷ অভিযোগ, এরপর ওই মহিলার পরিবারের রাগ গিয়ে পড়ে ওই স্ত্রীরোগ বিশেষজ্ঞের উপর । অভিযোগ, প্যানক্রিয়াসের সমস্যায় রোগীর মৃত্যু হলেও সেই তরুণীর পরিবার এখন কার্যত বহরমপুরের ওই চিকিৎসকের বিরুদ্ধে পদক্ষেপ করছে ৷ তবে আরও জানা গিয়েছে মৃতার পরিবারের তরফে থানায় বা সংশ্লিষ্ট জায়গায় কোনও অভিযোগ জানানো হয়নি ।