পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Calcutta HC on 498A: বধূ নির্যাতন মামলায় সরাসরি গ্রেফতার নয়, নির্দেশিকা কলকাতা হাইকোর্টের - কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম

Calcutta High Court on Case of Section 498A: বধূ নির্যাতনের মামলায় এবার আর সরাসরি অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে না পুলিশ ৷ এর জন্য সঠিক তদন্ত এবং অনুমতি প্রয়োজন ৷ সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট সকল ফৌজদারি আদালতের উদ্দেশে একটি নির্দেশিকা জারি করেছে ৷

Calcutta HC on 498A ETV BHARAT
Calcutta HC on 498A

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 1:24 PM IST

Updated : Aug 29, 2023, 1:56 PM IST

কলকাতা, 29 অগস্ট: ভারতীয় দণ্ডবিধির ধারা 498এ অর্থাৎ, বধূ নির্যাতনের অভিযোগের ভিত্তিতে সরাসরি অভিযুক্তকে গ্রেফতার করা যাবে না ৷ অভিযুক্তকে গ্রেফতার করতে হলে অনুমতি থাকতে হবে ৷ আজ এক নির্দেশিকায় এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট ৷ সুপ্রিম কোর্টের একটি নির্দেশের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সব ফৌজদারি আদালতকে সতর্ক করে দিয়েছে উচ্চ আদালত ৷ আজ নির্দেশিকা জারি করলেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল চৈতালি চট্টোপাধ্যায় ৷

এ নিয়ে রাজ্য সরকারকেও নির্দেশিকা পাঠানো হয়েছে ৷ এই মর্মে সব থানা এবং তার পুলিশ আধিকারিক ও কর্মীদের এই নির্দেশিকা সম্পর্কে অবগত করাতে বলেছে কলকাতা হাইকোর্ট ৷ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম পশ্চিমবঙ্গ এবং আন্দামানের সকল ফৌজদারি আদালতের উদ্দেশ্যে এই নির্দেশিকার জারি করেছে ৷ সেখানে ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে, 498এ ধারায় মামলা হলেই যেন অভিযুক্তকে গ্রেফতার করা না হয় ৷ এই বিষয়টি নিশ্চিত করবেন ম্যাজিস্ট্রেট ৷ এমনকী পুলিশও সবদিক তদন্ত না-করে যেন গ্রেফতার না-করে ৷

498এ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশিকা (পার্ট-1)

নির্দেশে বলা হয়েছে, 498এ ধারায় অভিযোগ এলে পুলিশকে আগে অভিযোগ খতিয়ে দেখতে হবে ৷ সেই মতো গ্রেফতারির প্রয়োজনীতা রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে পুলিশকে ৷ কোন ক্ষেত্রে এবং কেন গ্রেফতার ? সেই সংক্রান্ত একটি চেক লিস্ট থাকতে হবে পুলিশের কাছে ৷ গ্রেফতারের বিষয়ে যথেষ্ট কারণ উল্লেখ করে পুলিশকে ধৃতের সঙ্গে ওই চেক লিস্ট বা মাপকাঠি পাঠাতে হবে সিজেএম-এর কাছে ৷ বিচারক সেই চেকলিস্ট খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন ধৃতের হেফাজতে থাকার বিষয়টি ৷ পাশাপাশি, যদি গ্রেফতার না করা হয় ৷ তাঁর কারণ উল্লেখ করে পুলিশকে অভিযোগের দু-সপ্তাহের মধ্যে রিপোর্ট পাঠাতে হবে পুলিশ সুপারের কাছে ৷ তার আগে অভিযুক্তকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে তদন্তকারীদের ৷ সেই জিজ্ঞাসাবাদের উপর ভিত্তি করেই পুলিশ সুপারের কাছে রিপোর্ট যাবে ৷

498এ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশিকা (পার্ট-2)

আরও পড়ুন:গুজরাত হাইকোর্টকে তোপ সুপ্রিম কোর্টের, মঞ্জুর ধর্ষিতার গর্ভপাতের আবেদন

কলকাতা হাইকোর্ট সতর্ক করে দিয়েছে যে, এই নির্দেশের অন্যথা হলে পুলিশকে শাস্তির মুখে পড়তে হতে পারে ৷ ভারতীয় দণ্ডবিধির ধারা 498এ সংক্রান্ত একটি মামলায় গত 31 জুলাই সুপ্রিম কোর্ট একটি নির্দেশ দেয় ৷ সেই নির্দেশের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম পশ্চিমবঙ্গ এবং আন্দামানের সকল ফৌজদারি আদালতের উদ্দেশ্যে এই নির্দেশিকার জারি করেছে ৷ সেখানে ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে, 498এ ধারায় মামলা হলেই যেন অভিযুক্তকে গ্রেফতার করা না হয় ৷ এই বিষয়টি নিশ্চিত করবেন ম্যাজিস্ট্রেট ৷ এমনকী পুলিশও সবদিক তদন্ত না-করে যেন গ্রেফতার না-করে ৷

Last Updated : Aug 29, 2023, 1:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details