কলকাতা, 26 সেপ্টেম্বর:সংখ্যালঘু এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির পড়ুয়াদের সরকারি স্কলারশিপের টাকা তুলে নিচ্ছে অসাধুচক্র ৷ এই অভিযোগ খতিয়ে দেখতে উত্তর দিনাজপুরের জেলাশাসককে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ উত্তর দিনাজপুরে জেলাশাসককে দল গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত । যাঁরা টাকা পাওয়ার কথা নয়, তাঁরা পেয়ে থাকলে সুদ-সহ সেই টাকা ফেরত দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । এর আগে, প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চও জেলাশাসককে তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিল ।
সংখ্যালঘু ও অন্যান্য পিছিয়ে পড়াদের জন্য সরকার স্কলারশিপ দেয় । সেই স্কলারশিপে নাম ভাঁড়িয়ে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে টাকা তুলে নিচ্ছে অসাধুচক্রের সঙ্গে জড়িত কিছু লোকজন । এর পিছনে বড় চক্র কাজ করছে বলে অভিযোগ মামলাকারীর । মামলাকারীরা আরটিআই করে জানতে পারেন উত্তর দিনাজপুরের একাধিক ব্যক্তি নাম ভাঁড়িয়ে এই টাকা তুলেছেন, যাঁদের বয়স কারও 60 বছর তো কারও বা 60-এর কাছাকাছি । এ নিয়ে জেলাশাসককে অভিযোগ জানিয়ে কোনও সুরাহা না মেলায় হাইকোর্টে মামলা দায়ের করেন মীর সেলিম-সহ বহু ছাত্রছাত্রী ।
মামলাকারীর আইনজীবী শুভ্রপ্রকাশ লাহিড়ীর বক্তব্য, এক শ্রেণির আধিকারিকরা এর সঙ্গে যুক্ত থাকতে পারেন । নাহলে এই ভাবে লক্ষ লক্ষ টাকা নাম ভাঁড়িয়ে তুলে নেওয়া সম্ভব নয় । এর যথাযথ তদন্ত হওয়া দরকার ।