পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Calcutta High Court: সংখ্যালঘু পড়ুয়াদের স্কলারশিপের টাকা তুলে নিচ্ছে অসাধুচক্র ! জেলাশাসককে তদন্তের নির্দেশ - কলকাতা হাইকোর্ট

Siphoning of scholarship money: সংখ্যালঘু ও অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির পড়ুয়াদের স্কলারশিপের টাকা অসাধুচক্র তুলে নিচ্ছে বলে অভিযোগ ৷ উত্তর দিনাজপুরের জেলাশাসককে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 3:31 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর:সংখ্যালঘু এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির পড়ুয়াদের সরকারি স্কলারশিপের টাকা তুলে নিচ্ছে অসাধুচক্র ৷ এই অভিযোগ খতিয়ে দেখতে উত্তর দিনাজপুরের জেলাশাসককে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ উত্তর দিনাজপুরে জেলাশাসককে দল গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত । যাঁরা টাকা পাওয়ার কথা নয়, তাঁরা পেয়ে থাকলে সুদ-সহ সেই টাকা ফেরত দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । এর আগে, প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চও জেলাশাসককে তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিল ।

সংখ্যালঘু ও অন্যান্য পিছিয়ে পড়াদের জন্য সরকার স্কলারশিপ দেয় । সেই স্কলারশিপে নাম ভাঁড়িয়ে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে টাকা তুলে নিচ্ছে অসাধুচক্রের সঙ্গে জড়িত কিছু লোকজন । এর পিছনে বড় চক্র কাজ করছে বলে অভিযোগ মামলাকারীর । মামলাকারীরা আরটিআই করে জানতে পারেন উত্তর দিনাজপুরের একাধিক ব্যক্তি নাম ভাঁড়িয়ে এই টাকা তুলেছেন, যাঁদের বয়স কারও 60 বছর তো কারও বা 60-এর কাছাকাছি । এ নিয়ে জেলাশাসককে অভিযোগ জানিয়ে কোনও সুরাহা না মেলায় হাইকোর্টে মামলা দায়ের করেন মীর সেলিম-সহ বহু ছাত্রছাত্রী ।

মামলাকারীর আইনজীবী শুভ্রপ্রকাশ লাহিড়ীর বক্তব্য, এক শ্রেণির আধিকারিকরা এর সঙ্গে যুক্ত থাকতে পারেন । নাহলে এই ভাবে লক্ষ লক্ষ টাকা নাম ভাঁড়িয়ে তুলে নেওয়া সম্ভব নয় । এর যথাযথ তদন্ত হওয়া দরকার ।

আরও পড়ুন:বুধে ক্যামাক স্ট্রিট দিয়েই গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল, রাজ্যের আবেদন খারিজ হাইকোর্টে

রাজ্যের বক্তব্য, মামলাকারী নিজেই এই চক্রের সঙ্গে যুক্ত । তিনি এই টাকার সুবিধা পাচ্ছেন । এর তদন্ত হলেই সব ধরা পড়বে । উত্তর দিনাজপুরের জেলাশাসককে তদন্তের আর্জি জানিয়ে 2022 সালের ডিসেম্বর মাসে জেলাশাসকের কাছে আবেদন করা হয়েছিল । কিন্তু তিনি কোনও ব্যবস্থা না নেওয়ায় হাইকোর্টে মামলা করেন বলে জানিয়েছেন মামলাকারী ৷

উল্লেখ্য, সংখ্যালঘু ও অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির মেধাবী ছেলে-মেয়েদের শিক্ষাক্ষেত্রে নানা স্কলারশিপ দেওয়া হয় । পড়াশোনা, কলেজ, হস্টেল ফি বাবদ হাজার হাজার টাকা পায় পড়ুয়ারা । ভুয়ো পরিচয়পত্র বানিয়ে সেই টাকা তোলার অভিযোগ উঠেছে । বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পঞ্জাব-সহ অন্যান্য রাজ্যের সঙ্গেও এই চক্র যুক্ত । এ রাজ্যেও একইরকম ভাবে সংখ্যালঘু ছেলে-মেয়েদের প্রতারণা করা হচ্ছে বলে মনে করেন মামলাকারী ।

ABOUT THE AUTHOR

...view details