কলকাতা, 8 ডিসেম্বর: 24 ঘণ্টার মধ্যে মেডিক্যাল কলেজের (Kolkata Medical Collage) অচলবস্থা কাটানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । রোগীরা পরিষেবা পাচ্ছেন না, এই নিয়ে উদ্বিগ্ন আদালত । পাশাপাশি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের নির্দেশ, মামলাকারী দিলীপ সাউয়ের ছেলের কিডনির অপারেশন যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে । আগামিকাল বিকেল সাড়ে 5টার মধ্যে অপারেশনের কাজ সম্পূর্ণ করতে হবে ।
বৃহস্পতিবার মামলার শুনানিতে রোগীর পরিবারের আইনজীবী সুমন চট্টোপাধ্যায় বলেন, ‘‘রোগীর বয়স মাত্র সাত বছর । কিডনির জটিল রোগে আক্রান্ত । মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন । কিডনির অস্ত্রোপচার হওয়ার কথা ছিল । অচলাবস্থার জন্য থমকে রয়েছে । আমরা চাইছি অবিলম্বে মেডিক্যাল ফেসিলিটি আমাকে দেওয়া হোক । অনেক জরুরি বিভাগের রোগীরা চিকিৎসা পাচ্ছেন না ।’’
মেডিক্যাল কলেজের সুপারের তরফে বলা হয়, ‘‘একটা বিক্ষোভ হচ্ছে (Student Agitation in Kolkata Medical Collage) । ছাত্ররা করছে । প্রিন্সিপাল ও আরও 25 জন ঘেরাও ছিলেন গতকাল পর্যন্ত । কোনও কাজ করা যায়নি ।’’ বিচারপতি মৌসুমি ভট্টাচার্য বলেন, ‘‘আপনি কেন রোগীদের ডিসচার্জ করছেন না ? অন্য হাসপাতালে পাঠালেন না কেন ? কত ঘণ্টা কাজ হয়নি ?’’ উত্তরে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ বলেন, ‘‘24 ঘণ্টা সময় দিন । পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে ।’’