পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Calcutta High Court: স্কুল ইউনিফর্ম বিতরণ প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ হাইকোর্টে

উত্তর দিনাজপুরের গোপালপোখর স্কুল ইউনিফর্ম বিতরণ প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এই অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট তদন্তের নির্দেশ দিয়েছে উত্তর দিনাজপুর জেলার জেলাশাসককে ৷

ETV Bharat
কলকাতা হাইকোর্ট

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 5:45 PM IST

Updated : Sep 4, 2023, 10:15 PM IST

মামলাকারীর আইনজীবীর বক্তব্য

কলকাতা, 4 সেপ্টেম্বর:সরকারি স্কুলের ইউনিফর্ম বিতরণ প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ । ঘটনায় উত্তর দিনাজপুর জেলার জেলাশাসককে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এদিন এই নির্দেশ দিয়েছে । প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত সরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে স্কুলের পোশাক দিতে আগেই প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার ।

অভিযোগ, উত্তর দিনাজপুরের গোপালপোখর 1 নম্বর ব্লকে এই প্রকল্পে সাড়ে 8 কোটিরও বেশি টাকা নয় ছয় হয়েছে বলে অভিযোগ । সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে মামলাকারী অভিযোগ করেন, গোপালপোখর 1 নম্বর ব্লকে সরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের ইউনিফর্ম বিতরণ সংক্রান্ত ওই প্রকল্পের দায়িত্বভার ছিল মিলনমেলা মহাসংহ নামে একটি স্বনির্ভর গোষ্ঠীর উপর ।

আরও পড়ুন: পুনর্নিবাচনের দাবিতে একাধিক মামলা, 'সিসিটিভি ফুটেজে তেমন কিছু স্পষ্ট নয়' বললেন বিচারপতি সিনহা

অভিযোগ, ওই প্রকল্প বাবদ সরকারের কাছে 8.8 কোটি টাকা বরাদ্দ পাওয়ার পর একদিনে ওই টাকা এমন ব্যক্তিকে দিয়ে দেওয়া হয়েছে যারা পোশাক তৈরি বা ওই ধরনের কারবারের সঙ্গে যুক্তই নয় । পাশাপাশি এত টাকা বরাদ্দ পাওয়ার পরেও কোনও স্কুল ইউনিফর্ম ওই স্বনির্ভর গোষ্ঠীটি সরবরাহ করেনি বলে অভিযোগ । মামলাকারীর আরও দাবি বিষয়টি নিয়ে জেলাশাসক, বিডিও, সার্কেল ইন্সপেক্টর, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার-সহ তদারকির দায়িত্বে থাকা একাধিক সরকারি আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি ।

আরও পড়ুন:কেন্দ্রের 'কমন সার্ভিস সেন্টার' বন্ধের ব্যাপারে রাজ্যের বক্তব্য জানতে চাইল হাইকোর্ট

এই অভিযোগের প্রেক্ষিতে এদিন গোটা ঘটনায় উত্তর দিনাজপুরের জেলাশাসককে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, এই প্রকল্প সংক্রান্ত অভিযোগ নতুন করে জেলাশাসক-সহ সমস্ত তদারকী সংস্থার কাছে পাঠাতে হবে মামলাকারীকে । অভিযোগ পাওয়ার পর তদন্ত করে আট সপ্তাহের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে হবে জেলা শাসককে ।

Last Updated : Sep 4, 2023, 10:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details