কলকাতা, 16 ফেব্রুয়ারি:বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ শ্যামল আদককে (Shyamal Adak) চলতি সপ্তাহেই জিজ্ঞাসাবাদের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta HC on Shyamal Adak)। বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার রাজ্যকে এই নির্দেশ দিয়েছে ৷ বলা হয়েছে, চলতি সপ্তাহেই জিজ্ঞাসাবাদ করতে হবে শ্যামল আদককে । আগামী সোমবার ফের এই মামলার শুনানি হবে হাইকোর্টে (Calcutta High Court)।
এ দিনের শুনানিতে রাজ্যের তরফে সরকারি আইনজীবী শাশ্বত গোপাল বন্দ্যোপাধ্যায় বলেন, "নিম্ন আদালতে 15 মার্চ এই মামলার শুনানি রয়েছে । আমরা জেল হেফাজতে তাঁকে (শ্যামল আদক) জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানিয়েছিলাম । কিন্তু 14 ফেব্রুয়ারি অন্য একজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে ফের 15 মার্চ মামলাটি রাখা হয়েছে ।"
শ্যামল আদকের জামিনের আবেদন জানিয়ে তাঁর তরফের আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, "শ্যামলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আগেই । শ্যামল তদন্তে সহযোগিতা করছেন । 65 দিন জেলে রয়েছেন তিনি । তাঁর জামিন মঞ্জুর করা হোক ।"