কলকাতা ২৫ জুলাই: 2020 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের ৷ মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দেন ৷ 2020 সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় বদলি সংক্রান্ত মামলায় এই নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ পাশাপাশি এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, এই নতুন মামলায় সিবিআই প্রয়োজনে এইদিনই প্রেসিডেন্সি জেলে গিয়ে মানিক ভট্টাচার্যকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে । এই মামলায় সিবিআই'য়ের সিটকে নতুন করে এফআইআরও দায়ের করতে হবে ।এদিন বিচারপতি বলেন, "প্রাথমিকে নিয়োগে পরিকল্পিত ভাবে দুর্নীতি হয়েছে। যার মূলে রয়েছেন মানিক ভট্টাচার্য ।"
আদালত মনে করছে 2020 সালের প্রাথমিক নিয়োগের সঙ্গেও আর্থিক লেনদেনের যোগ আছে ৷ তা খতিয়ে দেখতে ইডিও তদন্ত করতে পারে, প্রয়োজনে ইডিকেও তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ প্রয়োজনে হেফাজতে নিয়ে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি ।
এই নিয়োগে পরিকল্পিতভাবে দুর্নীতি বা ডিজাইনড কোরাপশন কীভাবে হয়েছে সেই প্রসঙ্গে বিচারপতির মন্তব্য,"2020 প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় কাউন্সেলিং হয় । 2021 সালের জুলাইতে কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি দেয় পর্ষদ ৷ সেখানে চতুরতার সঙ্গে ড্রাফট লেখা হয়েছে । সেখানে হোম ডিস্ট্রিক্ট ফাঁকা না দেখিয়ে, প্রেফার্ড ডিস্ট্রিক্টকে চয়েস করতে বাধ্য করা হয় । কাউন্সেলিং পর্বে নিয়োগ প্রার্থীদের বলা হয় 'লাস্ট চান্স'। যদিও তাঁরা প্রথমবার সুযোগ পাচ্ছিলেন । এখানেই দুর্নীতির অভিযোগ উঠে এসেছে ।"