কলকাতা, 14 জুন: মিনাখাঁ ও ভাঙড়ে মনোনয়ন দিতে বাধার অভিযোগে নির্বাচন কমিশনকে তৎপর হওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । কাশিপুর থানা ও বসিরহাটের পুলিশ সুপারকে এই দুটো অভিযোগে গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত ৷ পাশাপাশি বিচারপতি বলেছেন, কোনও অশান্তির খবর এলেই তৎক্ষণাৎ পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে হবে কমিশনকে ৷
আদালত বলেছে, যাঁরা মনোনয়ন জমা দিতে পারেননি তাঁদের আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করবে নির্বাচন কমিশন । বসিরহাটের পুলিশ সুপারকে মিনাখাঁ থানার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বৃহস্পতিবার রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে । একইসঙ্গে, হাইকোর্ট বলেছে, কেউ মনোনয়ন জমা দিতে পারেননি বলে নির্বাচন কমিশনে অভিযোগ জানালে, তাঁরা যাতে মনোনয়ন জমা দিতে পারেন তার ব্যবস্থা করতে পুলিশকে পদক্ষেপ করার নির্দেশ দেবে কমিশন ।
শুনানিতে সিপিএম ও আইএসএফ-এর তরফে আইনজীবী জানান, 12 জুন মিনাখাঁ ব্লক অফিসে মনোয়ন জমা দিতে যান সিপিআইএম প্রার্থীরা । সেখানে কয়েকটি গুন্ডা দাঁড়িয়েছিল বলে অভিযোগ করা হয় । তারা ওই সিপিআইএম প্রার্থীদের মারধর করে বলে জানান আইনজীবী । তিনি অভিযোগ করেন, পুলিশ সিপিআইএম প্রার্থীদের সাহায্য করেনি এবং অভিযোগও নেয়নি । জাহানারা খাতুন মেইল করে অভিযোগ জানান নির্বাচন কমিশনে ।