কলকাতা, 26 জুলাই: পূর্ব বর্ধমানের জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ বা ডিপিএসইসি-র চেয়ারম্যানকে ছুটিতে পাঠাতে নির্দেশ কলকাতা হাইকোর্টের ৷ একটি শিক্ষক বদলি মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ ৷ যার শুনানিতে জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্যের আচরণে ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি ৷ তিনি মন্তব্য করেন, ‘‘অসুস্থ হলে পদত্যাগ করুন ৷ অন্য লোক কাজ করবেন ৷ আমি মনে করি আপনি শারীরিকভাবে এই পদে কাজ করতে অপারগ ৷’’ বিচারপতি স্কুল ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে নির্দেশ দিয়েছেন মধুসূদন ভট্টাচার্যকে ছুটিতে পাঠানোর বিষয়টি কার্যকর করতে ৷
উল্লেখ্য, পূর্ব বর্ধমানের সিজেপাড়া এফ পি স্কুলে এক শিক্ষক তাঁর বদলির জন্য জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদে আবেদন করেছিলেন ৷ কিন্তু, তাঁর আবেদন মঞ্জুর করেনি পর্ষদ ৷ যার ফলে ওই শিক্ষক কলকাতা হাইকোর্টে মামলা করেন ৷ আবেদনে তিনি জানান, জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদকে আদালত নির্দেশ দিক, তাঁর বদলির আবেদন মঞ্জুর করার জন্য ৷ সেই মামলার আগের শুনানিতে আদালত, পূর্ব বর্ধমানের জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের কাছে সিজেপাড়া এফ পি স্কুলে ছাত্র ও শিক্ষকের অনুপাত জানতে চেয়েছিলেন ৷ পাশাপাশি, বদলির আবেদন খারিজের কারণও সেখানে উল্লেখ করতে বলা হয়েছিল ৷
পুরো বিষয়টি বিচারপতি একটি হলফনামা আকারে আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছিলেন পর্ষদ চেয়ারম্যানকে ৷ কিন্তু, জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য সেই কাজটি একজন আপার-ডিভিশন ক্লার্কের উপরে চাপিয়ে দেন বলে অভিযোগ ৷ তাঁর জায়গায় সেই ক্লার্ক স্কুলের ছাত্র-অনুপাতের রিপোর্ট তৈরি করে পরবর্তী শুনানিতে আদালতে পেশ করেন ৷ যার পরেই পূর্ব বর্ধমানের জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের উপর ক্ষোভপ্রকাশ করে হাইকোর্ট ৷ আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্লার্ককে দিয়ে রিপোর্ট তৈরি এবং পেশ করায় চেয়ারম্যানকে তলব করেন বিচারপতি ৷