কলকাতা, 13 জুন: পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ নিয়ে হস্তক্ষেপ না করলেও ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজন রয়েছে নির্বাচন কমিশনকে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট ৷ পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলার রায়দানের সময় মঙ্গলবার আদালত জানিয়েছে যে, স্পর্শকাতর 7টি জেলায় কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে ৷ যে সমস্ত জেলায় ঝামেলার ঘটনা ঘটতে পারে বলে মনে করা হবে, সেই সমস্ত জায়গায় কমিশনের রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী রাখা উচিত বলে জানিয়েছে হাইকোর্ট । আদালত জানিয়েছে, প্রয়োজন মতো বাহিনী চেয়ে নেবে কমিশন ৷
পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলায় রায়ে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে, নির্বাচন কমিশন যে 7টি জেলাকে স্পর্শকাতর বলে ঘোষণা করেছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে ৷ কোথায় কত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন, তা রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে ঠিক করে সেইমতো নির্বাচন কমিশন বাহিনী চেয়ে নেবে বলে জানিয়েছে আদালত ৷
স্পর্শকাতর 7টি জেলা ছাড়াও অন্য কোনও জেলায় প্রয়োজন মনে হলে, সে ক্ষেত্রেও নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী চেয়ে নিতে পারে বলে জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ আদালত আরও বলেছে যে, রাজ্য সরকার যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী চাইবে, সেই পরিমাণ কেন্দ্রীয় বাহিনী দিয়ে দেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের ৷ আর কেন্দ্রীয় বাহিনীর খরচ রাজ্য দেবে না, কেন্দ্রকেই সেই খরচ বহন করতে হবে বলেও জানিয়েছে হাইকোর্ট ৷ বিচারপতি এ দিন জানিয়েছেন, ভোটের নিরাপত্তার কাজে সিভিক ভলানটিয়ারদের নিয়োগ করা যাবে ৷