কলকাতা, 6 এপ্রিল:দিনের পর দিন এ ভাবে চলতে পারে না ৷ ডিএ নিয়ে দুপক্ষকে ফের আলোচনায় বসার মৌখিক নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিবকে কর্মচারী সংগঠনের মধ্যে থেকে তিনজন প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসার জন্য মৌখিক নির্দেশ দিল হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, মহার্ঘভাতা নিয়ে দিনের পর দিন কর্মবিরতি চলতে পারে না ৷ রাজ্যের সঙ্গে কর্মচারীদের কী আলোচনা হল তা আগামী 17 এপ্রিল জানানোর নির্দেশ দিয়েছে আদালত ।
এ দিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম জানতে চান হাসপাতাল-সহ অন্যান্য জরুরি পরিষেবার কী অবস্থা ৷ কর্মচারী সংগঠনের তরফের আইনজীবী জানান, সমস্ত পরিষেবা স্বাভাবিক রয়েছে । আইনজীবী সপ্তাংশু বসু জানান, তিনি যতদূর জানেন এই সমস্ত জরুরি পরিষেবা বন্ধ করা হয়নি । রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "কাজের মধ্যে দিয়েই প্রতিবাদ হওয়া উচিত । পরিষেবা বন্ধ করা উচিত নয় ।"
এরপর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির প্রশ্ন, এটা কতদিন চলবে ? তিনি বলেন, এর একটা সমাধান হওয়া জরুরি । নাহলে কর্মচারীরা চাইলে তো আরও দশ-পনেরো দিন এটা চালাতে পারে !