কলকাতা, 2 মে: বারুইপুরে জেল হেফাজতে চার বন্দির মৃত্যুর ঘটনায় রাজ্য পুলিশের ডিজিকে তদন্তভার অবিলম্বে সিআইডি-কে হস্তান্তর করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । পাশাপাশি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের রিপোর্ট ও পুলিশ কী পদক্ষেপ নিল, সেই সংক্রান্ত রিপোর্ট আগামী 19 জুন আদালতে পেশ করতে নির্দেশ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের।
এই চারজনকে ডাকাতির অভিযোগে গ্রেফতার করা হয় । গত বছর জুলাই মাসে গ্রেফতার করা হয় তাঁদের । হেফাজতে থাকাকালীন তাঁদের মৃত্যু হয় । ময়নাতদন্ত রিপোর্টে সিভিল সার্জন একজনের দেহে 26টি এবং অন্য একজনের দেহে 24টি আঘাতের চিহ্নের কথা উল্লেখ রয়েছে। পরে রাজ্য তাদের মুখ বন্ধ করতে পরিবারকে তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়ে দায় সারে বলে অভিযোগ । রাজ্যের বক্তব্য ছিল, তাঁরা প্রত্যেকেই মাদকাসক্ত । নিজেদের মধ্যে মারামারি করে মারা গিয়েছেন । মৃতরা হলেন, আব্দুল র্যাজাক দেওয়ান(34), জিয়ারুল লস্কর (36), সাইদুল মুনসি (33), আকবর খান ।
জেল হেফাজতে থাকাকালীন পাঁচদিনের মধ্যে তাঁদের বারুইপুর জেলে অস্বাভাবিকভাবে মৃত্যু হয় । পুলিশ তাঁদের ফৌজদারি অপরাধে তুলে নিয়ে যায় । পরিবারের লোকজন যখন হেফাজতে দেখা করতে আসেন তাদের জানানো হয়, তারা সুস্থ রয়েছেন । কিন্তু পরে তাঁদের দেহ পাওয়া যায় । তাঁদের দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায় । রাজ্যের দায়িত্ব কেন এই আঘাত তার উত্তর দেওয়ার, দাবি মানবাধিকার সংগঠনের।
এপিডিয়ার মামলা করে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে । এ দিন মানবাধিকার সংগঠনের তরফে আইনজীবী কৌশিক গুপ্ত বলেন, "এই বন্দিদের যেভাবে মৃত্যু হয়েছে ৷ তা অত্যন্ত ধোয়াঁশা পূর্ণ । এর যথাযথ তদন্ত প্রয়োজন । রাজ্য ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করেছে ।" প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্রাচার্যর ডিভিশন বেঞ্চ আপাতত সিআইডির হাতে তদন্ত দিতে নির্দেশ দিয়েছেন । পাশাপাশি নির্দেশ মত ডিরেক্টর জেনারেল কী পদক্ষেপ নিয়েছেন 19 জুনের মধ্যে জানাতে হবে আদালতে ।
আরও পড়ুন:নিম্ন আদালতের নির্দেশ মানছে না পুলিশ, ডিজিকে নির্দেশিকা জারি করতে বলল ক্ষুব্ধ হাইকোর্ট