কলকাতা, 25 সেপ্টেম্বর: ডালখোলায় পাথর বোঝাই ট্রাক থেকে তোলা তুলছে পুলিশ । ডিভিও ফুটেজে এই দৃশ্য দেখে বিস্মিত কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত । ডালখোলায় পাথর বোঝাই ট্রাক থেকে পুলিশের তোলা তোলার ঘটনায় সিআইডি'কে এফআইআর দায়ের করে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ পাশাপাশি ভিডিয়ো ফুটেজের ফরেনসিক পরীক্ষা করতেও সোমবার সিআইডিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত ৷
উল্লেখ্য, উত্তর দিনাজপুরের ডালখোলায় এক সাব ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে ৷ অভিযোগ, এক ট্রাক ড্রাইভার সেই টাকা দিতে অস্বীকার করলে পরবর্তী সময়ে তাঁকে গ্রেফতার করা হয় । এই ধরণের একাধিক অভিযোগ উঠেছে ৷ যেমন, গাড়ির উপযুক্ত কাগজ পত্র থাকার সত্ত্বেও গাড়ির চালক এর কাছ থেকে সাড়ে চার হাজার টাকা চাওয়া হয় । যা দিতে অস্বীকার করায় ওই ট্রাক বাজেয়াপ্ত করে পুলিশ । আবার কিছু ক্ষেত্রে ট্রাক চালকরা টাকা দিলেও তাদের যে চালান দেওয়া হয়েছে তাও জাল বলে অভিযোগ । পুলিশের সেই টাকা তোলার ছবি মোবাইলে রেকর্ড করেন ট্রাক ড্রাইভাররা । পরবর্তীতে যার ভিত্তিতে মামলা হয়েছে হাইকোর্টে ৷