পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CBI Probe In Jhalda Councillor Murder Case : ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনেও সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ এই নির্দেশ দেয় ৷ গত 13 মার্চ ত্রিশঙ্কু ঝালদা পৌরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হন (Congress Councillor Tapan Kandu Murder Case) ৷

Jhalda Councillor Murder Case
ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

By

Published : Apr 4, 2022, 3:14 PM IST

Updated : Apr 4, 2022, 4:37 PM IST

কলকাতা, 4 এপ্রিল: ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনেও সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের (High Court Orders CBI Probe in Jhalda Councillor Murder Case) ৷ সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ এই নির্দেশ দেয় ৷ গত 13 মার্চ ত্রিশঙ্কু ঝালদা পৌরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হন ৷ বগটুই কাণ্ডের আগে এই খুনের ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি ৷ ঘটনার তদন্তে রাজ্য সরকার সিট গঠন করলেও নিহতের পরিবার ও কংগ্রেসের তরফে সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয় ৷ এর বিরোধিতা করে রাজ্য সরকার ৷ সেই মামলার প্রেক্ষিতেই এদিন সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট ৷ বগটুই কাণ্ডের পর এই মামলাতেও হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার ৷

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনেও সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

আরও পড়ুন : ঝালদায় গুলিবিদ্ধ কংগ্রেস কাউন্সিলরের মৃত্যু, এলাকায় উত্তেজনা

বিচারপতি রাজাশেখর মান্থা এদিন নির্দেশ দিয়েছেন, 45 দিনের মধ্যে এই ঘটনার তদন্ত করে সিবিআইকে প্রাথমিক রিপোর্ট দিতে হবে ৷ যদি তদন্তে বাড়তি সময় লাগে, তবে তা বিবেচনা করে দেখবে আদালত । রবিবার, সাংবাদিক বৈঠক করে পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগান দাবি করেছিলেন, "পারিবারিক বিবাদের জেরে এই খুনের ঘটনা ঘটেছে ৷ এই ঘটনার সঙ্গে ঝালদা থানার আইসি জড়িত নন ৷" এদিন হাইকোর্টে এই প্রসঙ্গটি ওঠে ৷ তদন্ত শেষ হওয়ার আগে কীভাবে জেলা পুলিশ সুপার এই ঘটনাকে পারিবারিক বিবাদের জেরে খুন বলে দাবি করলেন ও আইসিকে ক্লিনচিট দিলেন তা নিয়ে এদিন বিস্ময় প্রকাশ করেন বিচারপতি ৷ এই ঘটনা তদন্তের নিরপেক্ষতা ও যথাযথ তদন্ত নিয়ে মানুষের মনে প্রশ্ন তুলতে পারে বলে মনে করেছেন বিচারপতি মান্থা ৷ তারপরেই তিনি এই হাইপ্রোফাইল খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেন ৷

আরও পড়ুন : 7 লাখে রফা, ঝালদা কাউন্সিলর খুনে জড়িত নন আইসি, জানালেন পুলিশ সুপার

এদিন হাইকোর্ট পুরুলিয়ার এসপিকে নির্দেশ দিয়েছে, এই মামলার যাবতীয় নথি সিবিআইয়ের হাতে অবিলম্বে তুলে দিতে । গত 13 মার্চ খুন হন পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ৷ এই ঘটনায় নাম জড়ায় ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের ৷ অভিযোগ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার জন্য তপন কান্দুকে চাপ দিতেন আইসি ৷ এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু ৷

Last Updated : Apr 4, 2022, 4:37 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details