পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Teacher Recruitment Scam: অশ্বিনী সিংভিকে সিবিআই সিটের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশ হাইকোর্টের

শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে (Teacher Recruitment Scam) অশ্বিনী সিংভিকে (Ashwini Singhvi) সিবিআই সিটের (CBI SIT) প্রধান হিসাবে দায়িত্ব দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, সাত দিনের মধ্যে অশ্বিনী সিংভিকে ওই দায়িত্ব নিতে হবে ।

calcutta-high-court-orders-ashwini-singhvi-to-take-charge-as-head-of-cbi-sit
অশ্বিনী সিংভিকে সিবিআই সিটের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশ হাইকোর্টের

By

Published : Nov 18, 2022, 5:13 PM IST

কলকাতা, 18 নভেম্বর:অশ্বিনী সিংভিকে (Ashwini Singhvi) সিবিআই সিটের প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হল । স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতির (Teacher Recruitment Scam) তদন্ত করতে যে বিশেষ তদন্তকারী দল গঠিত হয়েছিল, অশ্বিনী সিংভিকে তার প্রধান হিসাবে দায়িত্ব দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

সাতদিনের মধ্যে তাঁকে দায়িত্ব (CBI SIT) গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে । বলা হয়েছে যে, তাঁকে আদালতের নির্দেশ ছাড়া বদলি বা অপসারণ করা যাবে না ৷ শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী নিয়োগ দুর্নীতিতে সিবিআইকে বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

অশ্বিনী সিংভি বর্তমানে চণ্ডীগড়ে সিবিআই এসিবি (অ্যান্টি কোরাপশন ব্যুরো) দফতরে কর্মরত । সাতদিনের মধ্যে তাঁকে কলকাতায় পাঠানোর ব্যবস্থা করতে হবে । আদালতের নির্দেশ ছাড়া তাঁকে কলকাতা থেকে বদলি করা যাবে না । তাঁকে শুধু এই তদন্তেই রাখতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

আরও পড়ুন:কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় অতিরিক্ত শূন্যপদ তৈরি করে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

এর আগে, গত 16 নভেম্বর সিবিআই আধিকারিক অখিলেশ সিংহকে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে সিটের প্রধান হিসাবে দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি । কিন্তু অখিলেশ সিংহ অন্য দায়িত্বে থাকায় তাঁকে এই পদে আনা সম্ভব নয় বলে জানায় সিবিআই । সেই কারণে সিবিআইয়ের তরফে অশ্বিনী সিংভির নাম এ দিন প্রস্তাব করে সিবিআই । তাতেই সম্মতি দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । 22 নভেম্বর 10.30টায় এই মামলার পরবর্তী শুনানি ।

ABOUT THE AUTHOR

...view details