কলকাতা, 30 জুন:কালীঘাটের কাকুর প্যারোল মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট ৷ তবে জামিন আবেদনের শুনানি শুক্রবার শুনলেন না বিচারপতি ৷ স্ত্রী'র পারলৌকিক কাজে উপস্থিত থাকার জন্য আগামী 16 জুলাই পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্রের প্যারোল মঞ্জুর করেছে হাইকোর্ট।
এদিন সুজয় কৃষ্ণ ভদ্রের জামিনের আবেদনের শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে । কিন্তু বিচারপতি জামিনের আবেদনের শুনানি এদিন করতে রাজি হননি । শেষ পর্যন্ত সুজয়ের আইনজীবীদের অনুরোধে প্যারোলের সময়সীমা বাড়ানোর আবেদনটি গ্রহণ করেন বিচারপতি। 13 দিনের প্যারোলের আবেদন করেন সুজয়ের আইনজীবীরা । বিচারপতি সুজয় কৃষ্ণের প্যারোল বাড়িয়ে 16 জুলাই পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছেন । তবে শর্ত হিসাবে আদালত জানিয়েছে, এদিন বেলা তিনটের পর থেকে ইডি প্রয়োজনে সুজয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর একজন জওয়ান রাখতে পারে।
নির্দেশিকায় আদালত জানিয়েছে, অ্যাসিস্টেন্ট ডিরেক্টর লেভেলের একজন অফিসার সুজয় কৃষ্ণের বাড়িতে উপস্থিত থাকবেন 16 জুলাই পর্যন্ত। একই সঙ্গে, একটা রেজিস্টার মেনে চলতে হবে বলেও জানান বিচারপতি । বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর নির্দেশিকায় সাফ জানিয়েছেন, বাড়ির কাছাকাছি কোনও মন্দিরে যেতে চাইলে এবং তাঁর স্ত্রী'র শ্রাদ্ধানুষ্ঠানের জন্য যেতে পারবেন সুজয় কৃষ্ণ। সেক্ষেত্রে তিনি পরিবারের পাঁচ জন সদস্য নিয়ে মন্দিরে বা সামাজিক অনুষ্ঠানে যেতে পারবেন। তবে 48 ঘণ্টা আগে তা জানাতে হবে। বাড়ির আশপাশে অকারণ ভিড় করা যাবে না বলেও জানান বিচারপতি ।