কলকাতা, 9 নভেম্বর: আপাতত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা হবে কমান্ড হাসপাতালেই । নগর দায়রা আদালতে পেশের আগে প্রতি একদিন অন্তর তাঁর স্বাস্থ্যপরীক্ষা করাতে হবে বলে বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷
এই মামলার শুনানি হয় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে । তিনি প্রাক্তন খাদ্যমন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত নির্দেশে আরও জানিয়েছেন যে রাজ্য পুলিশকে নজর রাখতে হবে, যাতে কোনও সাধারণ নাগরিক কমান্ড হাসপাতালে প্রবেশ করতে না পারেন । আদালতের আরও নির্দেশ, 16 নভেম্বরের মধ্যে ইডি-কে সিদ্ধান্ত নিতে হবে যে তারা বিকল্প কোন কেন্দ্রীয় হাসপাতালে অভিযুক্তের চিকিৎসা করাবেন ।
কমান্ড সেনার হাসপাতাল ৷ ফলে তা প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ৷ আর ইডি কাজ করে অর্থমন্ত্রকের অধীনে ৷ এ দিন আদালতের শুনানিতে কেন্দ্রের এই দুই মন্ত্রকের মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসার বিষয়টি নিয়ে বিতর্ক হয় ৷ দুই পক্ষের আইনজীবীর মধ্যে বিতর্কও হয় ৷
এ দিন শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা দুই পক্ষের কাছে জানতে চান, "আপনারা কী চান ?" উত্তরে ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, "আমাদের কিছু বলার নেই । এটা কমান্ড হাসপাতালের মামলা । আদালত রায় দিয়েছে । একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে দূরে নিয়ে যাওয়া সমস্যা । এটা আমাদের পক্ষে সমস্যা ।"
আরও পড়ুন:জ্যোতিপ্রিয়র চিকিৎসা নিয়ে কমান্ড হাসপাতাল ও ইডিকে আলোচনায় বসার নির্দেশ হাইকোর্টের
কমান্ড হাসপাতালের তরফে আইনজীবী জানান, একদিন অন্তর স্বাস্থ্যপরীক্ষা করতে হবে ৷ অন্য কেন্দ্রীয় হাসপাতালে হতে পারে । এটা শুধুমাত্র সেনাদের জন্য । এখানে কোনও সাধারণ মানুষ ঢুকতে পারেন না । একমাত্র রাজ্যপাল আসতে পারেন । এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব বা মিডিয়া ঢুকতে পারে না । কল্যাণী এইমস, ইএসআই, সল্টলেক বিএসএফ হাসপাতাল-সহ অনেক কেন্দ্রীয় হাসপাতাল আছে । নিম্ন আদালতে তাঁদের কথা শোনা হয়নি বলেও জানান কমান্ড হাসপাতালের আইনজীবী ৷
সেনার তরফে বলা হয়, "আমরা সেনার সমস্ত ফোর্সের চিকিৎসা করি । এমনকী, অসম রাইফেলসের জওয়ানদের চিকিৎসা করি ।" বিচারপতি জানতে চান, "কবে জ্যোতিপ্রিয় মল্লিকের চেক আপের দিন?" কমান্ড হাসপাতালের তরফে জানানো হয়, "আগামী শনিবার ।"
বিচারপতি বলেন, ‘‘আপনারা দুই বিভাগের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করছেন না কেন ?’’ ইডির আইনজীবী বলেন, "16 নভেম্বর পর্যন্ত কমান্ড হাসপাতালেই মন্ত্রীর চিকিৎসা হোক । অভিযুক্ত যদি বলেন তাঁর সঠিক চিকিৎসা হচ্ছে না । ইএসআই উপযুক্ত হাসপাতাল নয় এই অভিযুক্তর জন্য ।"
কিন্তু কমান্ড হাসপাতালের তরফে বলা হয়, "না । এটা হবে না । রেলওয়ে হসপিটাল আছে । ইএসআই আছে ।" শেষে বিচারপতি কমান্ড হাসপাতালকে নির্দেশ দেন, "দু’দিন চিকিৎসা করুন । নিম্ন আদালতে আপনাদের আবেদন বিচারাধীন । নিম্ন আদালতে কী নির্দেশ দেয় দেখার পর 16 নভেম্বর পরবর্তী শুনানি হবে এই মামলার ।’’
আরও পড়ুন:আপাতত কমান্ডেই হবে জ্যোতিপ্রিয়র চিকিৎসা, বিকল্প হাসপাতাল খুঁজতে ইডি-কে নির্দেশ হাইকোর্টের