পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Calcutta High Court: সিপিএম কর্মী মৃত্যুর ঘটনার তদন্তে দময়ন্তী সেনের নেতৃত্বে সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

2018 সালে খুন হন কাকদ্বীপে সিপিএম সমর্থক এক দম্পতি ৷ এই খুনের ঘটনার তদন্তে আইপিএস দময়ন্তী সেনের নেতৃত্বে সিট গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট (CAL HC on CPM workers murder case) ৷

ETV Bharat
কলকাতা হাইকোর্ট

By

Published : Jan 16, 2023, 9:07 PM IST

Updated : Jan 16, 2023, 9:26 PM IST

সিপিএম কর্মী মৃত্যুর ঘটনার তদন্তে দময়ন্তী সেনের নেতৃত্বে সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

কলকাতা, 16 জানুয়ারি: 2018 সালে রাজ্যে পঞ্চায়েত ভোটের দিনের আগের রাতে কাকদ্বীপে সিপিএম সমর্থক এক দম্পতির অগ্নিদগ্ধ হয়ে রহস্যজনক মৃত্যু হয় ৷ এই ঘটনা নিয়ে সেসময় আলোড়ন তৈরি হয়েছিল রাজ্যে ৷ ওই জোড়া মৃত্যুর ঘটনায় এবার রাজ্যের আইপিএস অফিসার দময়ন্তী সেনকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (IPS Damayanti Sen to probe CPM worker murder case) ৷

সোমবার এই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে দময়ন্তী সেনকে (IPS Damayanti Sen) এই দায়িত্ব দেওয়া হল বলে জানিয়েছে আদালত ৷ এদিন বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দেন ৷ তাঁর নির্দেশ, ওই আইপিএস অধিকারিককে এই তদন্তের যাবতীয় নথি দ্রুত দিতে হবে । সেই সব নথি খতিয়ে দেখে তিনি সিট গঠন করবেন নিজেকে ওই দলের মাথায় রেখে ।

এই তদন্তের জন্য দক্ষ অফিসারদের বেছে নেওয়ার নির্দেশও দময়ন্তী সেনকে দিয়েছেন বিচারপতি ৷ এদিন হাইকোর্টের আরও নির্দেশ, ওই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই মামলার নিম্ন আদালতে ট্রায়াল স্থগিত থাকবে । এ ব্যাপারে আইনজীবী সব্যসাচী চট্রোপাধ্যায় বলেন,"মৃত সিপিএমের কর্মীর দেহ তাঁর ছেলে দীপঙ্কর দাসের হাতেও তুলে দেওয়া হয়নি । দেহ পেতে হাইকোর্টে মামলা করতে হয়েছিল । আমরা সিবিআই তদন্ত চেয়েছিলাম। কিন্তু বিচারপতি জানিয়েছেন সিবিআইয়ের হাতে এত বেশি মামলা রয়েছে তাদের সমস্যা হচ্ছে । সেই কারণে বিচারপতি আইপিএস অফিসার দময়ন্তী সেনের নেতৃত্বে একটা স্পেশাল দল তৈরি করে তদন্তের নির্দেশ দিয়েছেন । অন্যদিকে, মৃত সিপিএম কর্মীর ছেলে দীপঙ্কর দাস জানিয়েছে, আদালত থেকে খালি হাতে ফিরতে না-হওয়ায় তিনি খুশি ৷ তাঁরা যথাযথ তদন্ত চেয়েছিলেন। ঘটনার পরে তাঁদের এফআইআরও নিতে চায়নি পুলিশ ৷ আদালতের নির্দেশে এবার সঠিক তদন্ত হবে বলে আশাবাদী তিনি ৷

আরও পড়ুন: 8 বছরেও পরীক্ষার ফল জানায়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ ! মানিককে 2 লক্ষ টাকা জরিমানা আদালতের

Last Updated : Jan 16, 2023, 9:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details