কলকাতা, 15 সেপ্টেম্বর:কলকাতা পোর্ট ট্রাস্ট কো-অপারেটিভ সোসাইটির নির্বাচনে কারচুপির অভিযোগ শাসকদল তৃণমূল কংগ্রেস আশ্রিত সংগঠনের বিরুদ্ধে । এই অভিযোগের প্রেক্ষিতে 29 সেপ্টেম্বরের মধ্যে হলফনামা দিতে নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার । কো-অপারেটিভ সোসাইটি ও রিটার্নিং অফিসারকে হলফনামা দিয়ে জানাতে হবে তাঁদের বক্তব্য । এর পালটা বক্তব্য থাকলে মামলাকারীরা পরে তা আদালতে জানাবে । 12 অক্টোবর মামলার পরবর্তী শুনানি । আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপাতত 30 নভেম্বর পর্যন্ত স্পেশাল অফিসার এই কো-অপারেটিভ সোসাইটির কাজকর্ম দেখবেন ৷
কলকাতা পোর্ট ট্রাস্ট কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন হয় 12 সেপ্টেম্বর ৷ ওইদিনই ফল প্রকাশিত হয় । মামলাকারীদের অভিযোগ, নির্বাচন রুল এবং রেগুলেশন অনুযায়ী হয়নি । বিরোধীদের ইলেকশন এজেন্ট এবং কাউন্টিং এজেন্টদের বসতে দেওয়া হয়নি । সিসিটিভির উপর কাপড় লাগানোর অভিযোগ রয়েছে । এই পরিস্থিতিতে নির্বাচন বাতিল করার আবেদন জানিয়ে মামলা রুজু হয়েছে কলকাতা হাইকোর্টে ।
মামলাকারীদের তরফে আইনজীবী শুভঙ্কর নাগ এই প্রসঙ্গে জানান, নির্বাচনে কারচুপি করা হয়েছে । সিসিটিভি লাগানো হয়নি । রিগিং করা হয়েছে । ক্যামেরায় কাপড় জড়িয়ে দেওয়া হয়েছে । রিটার্নিং অফিসারের তরফে আইনজীবী পালটা বলেন, "সুষ্ঠু ভাবে নির্বাচন হয়েছে । এখন কারও কারও অভিযোগ থাকতেই পারে । তা দেখার জন্য ইলেকশন কমিশন রয়েছে । আইন অনুযায়ী কমিশন এই বিষয়ে দেখবেন । এখন সব কিছু হয়ে গিয়েছে । এখন আর স্থগিতাদেশ দেওয়া উচিত নয় ।" আইনজীবী শামিম আহমেদ সিটুর তরফে অভিযোগ করেন, কো-অপারেটিভ সোসাইটির যে নির্দিষ্ট রুল রয়েছে তা মানা হয়নি ।