কলকাতা, 27 সেপ্টেম্বর : করোনা পরিস্থিতিতে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা পূজায় গত বছরের মতোই ভিড় নিয়ন্ত্রণে বিধিনিষেধ আরোপ করুক কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ এই আর্জি জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চে । সেই মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবীর আর্জি শোনার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পর বলেন, "কী হবে গাইডলাইন দিয়ে ? কেউ কি গাইডলাইন (Durga Puja Guideline) মেনে চলে ?"
মামলাকারী অজয়কুমার দেবের তরফে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, "গত বছর আদালত গাইডলাইন তৈরি করে দিয়েছিল । সেই অনুযায়ী পুলিশ প্রশাসন পুজোর দিনগুলিতে জনসমাগম আটকাতে সচেষ্ট ছিল । আদালতের নির্দেশে গত বছর প্রশাসন ভীড় নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল ।" ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তখন জানতে চান, রাজ্যের তরফে কেউ এই মামলায় হাজির আছেন কি না । কিন্তু আজ মামলার শুনানিতে রাজ্যের কেউ হাজির ছিলেন না ।ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজ্যকে মামলার ব্যাপারে ওয়াকিবহাল করানোর নির্দেশ দিয়েছেন মামলাকারীর আইনজীবীকে । আগামীকাল ফের শুনানি হবে এই মামলার ।
করোনা পরিস্থিতি গোটা দেশজুড়ে কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই দেশের যে রাজ্যগুলোতে এখন উৎসবের মরসুম তাদের বিশেষ ভাবে সতর্ক থাকতে বলেছে ৷ উৎসবের মরসুমে যদি মানুষের জনসমাগম নিয়ন্ত্রণ না-করা যায়, তাহলে নতুন করে ফের করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । তাই ঘরে থেকেই উৎসব পালনের পরামর্শ দেওয়া হয়েছে । কিন্তু এ রাজ্য গত বছর দুর্গা পুজোয় করোনা নিয়ন্ত্রণের ব্যাপারে যতটা সচেতন ছিল, এ বছরে সেই তুলনায় প্রশাসন কম কঠোর বলে অভিযোগ মামলাকারীর । সেই কারণেই তিনি আদালতে মামলা করেছেন বলে জানালেন ।
আরও পড়ুন:Kunal-Locket : আগে ভবানীপুরে মমতার হার বাঁচান, কুণালের টুইট-জল্পনার উত্তর লকেটের