পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durga Puja Guideline: কী হবে পুজোর গাইডলাইন দিয়ে ? কেউ কি তা মানে ? : হাইকোর্ট

দুর্গাপুজোর গাইডলাইন (Durga Puja Guideline) কি কেউ মানে ? দুর্গা পুজো সংক্রান্ত মামলায় এ কথা বললেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ৷

calcutta high court on Durga puja restriction amid corona situation
কী হবে গাইডলাইন দিয়ে, কেউ কি গাইডলাইন ফলো করে: দুর্গাপূজা নিয়ে ভারপ্রাপ্ত প্রধান

By

Published : Sep 27, 2021, 3:00 PM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর : করোনা পরিস্থিতিতে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা পূজায় গত বছরের মতোই ভিড় নিয়ন্ত্রণে বিধিনিষেধ আরোপ করুক কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ এই আর্জি জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চে । সেই মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবীর আর্জি শোনার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পর বলেন, "কী হবে গাইডলাইন দিয়ে ? কেউ কি গাইডলাইন (Durga Puja Guideline) মেনে চলে ?"

মামলাকারী অজয়কুমার দেবের তরফে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, "গত বছর আদালত গাইডলাইন তৈরি করে দিয়েছিল । সেই অনুযায়ী পুলিশ প্রশাসন পুজোর দিনগুলিতে জনসমাগম আটকাতে সচেষ্ট ছিল । আদালতের নির্দেশে গত বছর প্রশাসন ভীড় নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল ।" ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তখন জানতে চান, রাজ্যের তরফে কেউ এই মামলায় হাজির আছেন কি না । কিন্তু আজ মামলার শুনানিতে রাজ্যের কেউ হাজির ছিলেন না ।ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজ্যকে মামলার ব্যাপারে ওয়াকিবহাল করানোর নির্দেশ দিয়েছেন মামলাকারীর আইনজীবীকে । আগামীকাল ফের শুনানি হবে এই মামলার ।

করোনা পরিস্থিতি গোটা দেশজুড়ে কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই দেশের যে রাজ্যগুলোতে এখন উৎসবের মরসুম তাদের বিশেষ ভাবে সতর্ক থাকতে বলেছে ৷ উৎসবের মরসুমে যদি মানুষের জনসমাগম নিয়ন্ত্রণ না-করা যায়, তাহলে নতুন করে ফের করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । তাই ঘরে থেকেই উৎসব পালনের পরামর্শ দেওয়া হয়েছে । কিন্তু এ রাজ্য গত বছর দুর্গা পুজোয় করোনা নিয়ন্ত্রণের ব্যাপারে যতটা সচেতন ছিল, এ বছরে সেই তুলনায় প্রশাসন কম কঠোর বলে অভিযোগ মামলাকারীর । সেই কারণেই তিনি আদালতে মামলা করেছেন বলে জানালেন ।

আরও পড়ুন:Kunal-Locket : আগে ভবানীপুরে মমতার হার বাঁচান, কুণালের টুইট-জল্পনার উত্তর লকেটের

হাওড়ার বাসিন্দা অজয়কুমার দের দায়ের করা মামলাতেই বিচারপতির সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ গত বছর 19 অক্টোবর ও 21 অক্টোবর পরপর দুটি নির্দেশ দেন । 19 অক্টোবরের নির্দেশে ডিভিশন বেঞ্চ জানায়, ছোট পূজামণ্ডপের 5 মিটার পর্যন্ত এবং বড় পূজামণ্ডপের 10 মিটার পর্যন্ত ব্যারিকেড করা থাকবে ৷ তার বাইরে থেকেই প্রতিমা ও পূজামণ্ডপ দর্শন করতে হবে দর্শনার্থীদের ।

আরও পড়ুন :Bharat Bandh : পথচারীকে কষিয়ে চড় সিপিআইএম নেতার, দুর্গাপুরে বনধ ঘিরে হইচই

পাশাপাশি বড় মণ্ডপের ক্ষেত্রে সারাদিনে উদ্যোক্তাদের মধ্যে সর্বোচ্চ 60 জনকে প্রবেশের অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট । ছোট মণ্ডপের ক্ষেত্রে উদ্যোক্তাদের 15 জনের বেশি প্রবেশ করতে পারবেন না বলে নির্দেশ দেওয়া হয় । উদ্যোক্তাদের যে সমস্ত সদস্য মণ্ডপে প্রবেশ করবেন, তাঁদের নামের তালিকা সকাল আটটার মধ্যে মণ্ডপের বাইরে টাঙিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ৷ তবে এই নামের তালিকা প্রতিদিন পরিবর্তন করা যাবে । বলা হয়, ঢাকিরা ঢাক বাজাতে পারবেন নো এন্ট্রি জোনে । কোনওরকম অঞ্জলি ও সিঁদুর খেলাতেও অনুমতি দেওয়া হয়নি ৷ চলতি বছরেও এ রকম বিধি-নিষেধের আর্জি জানিয়েছেন অজয়বাবু ।

আরও পড়ুন :Biplab Kumar Deb :"সরকারের হাতেই সব ক্ষমতা", আদালত অবমাননা নিয়ে বিপ্লবের মন্তব্যের সমালোচনায় তৃণমূল

ABOUT THE AUTHOR

...view details