কলকাতা, 21 অগস্ট: চিকিৎসক প্রজ্ঞাদীপা হালদারের রহস্যমৃত্যু নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট । এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের দিয়ে বোর্ড গঠন করে ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে দ্বিতীয় মতামত নিতে বলেছিল আদালত । সেই নির্দেশ কার্যকর না হওয়ায় সোমবার ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত ৷ এ দিন তিনি এই মামলায় ফের লিখিত নির্দেশ দেন ৷
ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, "পুলিশ আদালতের নির্দেশকে গুরুত্ব দিচ্ছে না । কারণ, 10 অগস্ট এই কোর্ট নির্দেশ দেয়, আত্মহত্যা বলা হলেও মৃতের দেহের ক্ষতগুলি নিয়ে এসএসকেএমের চিকিৎসকদের থেকে দ্বিতীয় মতামত জানাতে । অথচ 18 অগস্ট পুলিশ এসএসকেএমে এই নির্দেশের কথা জানায় । আদালতের মনে হচ্ছে, ধৃতকে জামিন পাওয়ার সুযোগ করে দিতে পুলিশের এই আচরণ ।’’
বিচারপতি আরও জানান, ব্যারাকপুরের পুলিশ কমিশনারকেই এই মৃত্যুর তদন্ত করতে হবে । একই সঙ্গে তদন্তকারী আধিকারিকের ভূমিকা নিয়ে তদন্ত করতে হবে । প্রয়োজনে তাঁর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করতে হবে পুলিশ কমিশনারকে । রাজ্য পুলিশের ডিজিকে পাঠাতে হবে এই নির্দেশের কপি । 1 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি । ওইদিন অভিযুক্ত চিকিৎসককে মামলায় যুক্ত করতে হবে ।