কলকাতা, 9 অগস্ট: অনিমেষ তেওয়ারি নামে এক ব্যক্তিকে বেআইনিভাবে চাকরি দেওয়া সংক্রান্ত মামলায় সিআইডি-কে তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু ৷ সেই মামলায় পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা দফতরের তদন্ত প্রক্রিয়ায় ক্ষুব্ধ বিচারপতি ৷ এই অবস্থায় কেন এই নিয়ে তিনি সিবিআইয়ের হাতে হস্তান্তরিত করবেন না, সেই প্রশ্ন তুলেছেন বিচারপতি বসু ৷ তাই ওই মামলায় ডিআইজি সিআইডি-কে আদালতে তলব করেছেন বিচারপতি ৷ আগামিকাল বৃহস্পতিবার সকাল 10টায় তাঁকে আদালতে হাজির হতে হবে ৷ তাঁকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী আধিকারিকদেরও সঙ্গে আনতে হবে বলেও আদালত জানিয়েছে ৷
উল্লেখ্য, অনিমেষ তেওয়ারি নামে এক চাকরিপ্রার্থীকে সম্পূর্ণ বেআইনি ভাবে মুর্শিদাবাদের একটি স্কুলে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে । ঘটনাচক্রে দেখা যায় তাঁর বাবা যে স্কুলের প্রধান শিক্ষক, সেই স্কুলেই তাঁকে চাকরি দেওয়া হয়েছে ৷ ওই প্রধান শিক্ষকই ছেলেকে সেই স্কুলে নথি বিকৃত করে চাকরিতে নিয়োগ করেছেন বলেই অভিযোগ ।
এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় ৷ সেই মামলার শুনানিতে গত ফেব্রুয়ারিতে বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছিলেন যে ডিআইজি সিআইডি স্বতঃস্ফূর্ত এফআইআর দায়ের করে এই মামলার তদন্ত করবে । মুর্শিদাবাদ জেলার ডিআইকে এফআইআর করতে বলা হয় । দু'সপ্তাহের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয় । পাশাপাশি অনিমেষ তেওয়ারির বেতন বন্ধ করে তিনি স্কুলেও ঢুকতে পারবেন না বলে নির্দেশে জানান বিচারপতি ।
আরও পড়ুন:আদালতের নির্দেশের পরেও চাকরি মেলেনি, হাইকোর্টের দ্বারস্থ 62 জন চাকরিপ্রার্থী
এই মামলায় এ দিন বিচারপতি বিশ্বজিৎ বসু জানতে চান, ‘‘আজ কেন কোনও অফিসার নেই আদালতে ? রাজ্যের তরফে জানানো হয়, "গঙ্গারামপুরে একটি তদন্তের কাজে গিয়েছেন ।" ক্ষুব্ধ বিচারপতি বলেন, "সবাই এক সঙ্গে গিয়েছে ? কাল কোর্টে এসে আজ তাঁরা সবাই কোথায় গিয়েছেন জানাতে হবে সকলকে ।"