কলকাতা, 14 জুলাই : নন্দীগ্রাম ভোটের ফলাফল পুনর্বিবেচনা সংক্রান্ত মামলা পদ্ধতি মেনেই হয়েছে । মামলার পরবর্তী শুনানি 12 অগস্ট । বিচারপতি শম্পা সরকার জানিয়েছেন, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণ করতে হবে নির্বাচন কমিশনকে । পাশাপাশি এই মামলার অপর পক্ষ শুভেন্দু অধিকারীকে নোটিস দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এর আগে মামলাটি শুনানির জন্য উঠেছিল বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চে । কিন্তু মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায় বিচারপতি কৌশিক চন্দর কাছেই আবেদন জানিয়েছিলেন যাতে তিনি মামলাটি না শুনে ছেড়ে দেন । কারণ হিসেবে জানানো হয়েছিল বিচারপতি কৌশিক চন্দ কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে যখন প্রাক্টিস করতেন, সেই সময় তিনি ভারতীয় জনতা পার্টির অত্যন্ত সক্রিয় সদস্য ছিলেন । ভারতীয় জনতা পার্টির হয়ে বহু মামলা তিনি লড়েছেন ।
বিচারপতি কৌশিক চন্দ মামলাকারীর সেই বক্তব্য শোনার পর 7 জুলাই এক নির্দেশে জানান তিনি মামলাটি ছেড়ে দিচ্ছেন ,শুনবেন না । কিন্তু মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কলকাতা হাইকোর্টের একজন বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সেটি ভারতীয় বিচারব্যবস্থার মর্যাদা ক্ষুন্ন করেছে । সেই কারণে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে 5 লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন । তারপর কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মামলাটি শুনানির জন্য বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে পাঠান । এই বেঞ্চেই আজ শুনানির জন্য উঠেছিল মামলাটি ।