পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Group C Recruitment Scam: স্কুলে গ্রুপ সি-তে নিয়োগে আজই প্রায় 800 জনের চাকরি বাতিলের সম্ভাবনা - বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

785 জনের গ্রুপ সি-তে নিয়োগে বেনিয়মের অভিযোগ (Group C Recruitment Scam) আগেই মেনে নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন ৷ শুক্রবার আরও 57 জনকে বেআইনিভাবে নিয়োগের অভিযোগ ওঠে ৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় এই নিয়ে সমস্ত তথ্য চেয়েছেন ৷ আজই বাতিল হতে পারে চাকরি ৷

Calcutta High Court
Calcutta High Court

By

Published : Mar 10, 2023, 3:10 PM IST

কলকাতা, 10 মার্চ: স্কুলে গ্রুপ সি নিয়োগে যে দুর্নীতির (Group C Recruitment Scam) অভিযোগ উঠেছে, সেই সংক্রান্ত মামলায় শুক্রবার 800-র বেশি চাকরি প্রার্থীর নিয়োগ বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ৷ এই চাকরি প্রার্থীদের মধ্যে 785 জনকে যে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল, সেই বিষয়টি আগেই স্পষ্ট হয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ৷ শুক্রবার শুনানিতে আরও 57 জন্যের নাম উঠে আসে ৷ তার প্রেক্ষিতে ওই 57 জন-সহ বাকি 785 জনের নিয়োগ সংক্রান্ত নথি আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) । আজ দুপুর 3টের মধ্যেই ওই তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ তার পরই তিনি এই নিয়ে চূড়ান্ত নির্দেশ দেবেন ৷

প্রসঙ্গত, স্কুলে গ্রুপ সি পদে 785 জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ ওঠে ৷ পরে স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) তরফে আদালতে এই চাকরি প্রার্থীদের বেআইনি নিয়োগের বিষয়টি মেনে নেওয়া হয় ৷ তার পর বিচারপতি গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনকে এই নিয়ে তালিকা প্রকাশ করতে বলেন ৷ সেই তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে কমিশন ।

উল্লেখ্য, 2016 সালের গ্রুপ সি নিয়োগে ওএমআর শিটে কারচুপি হয়েছে দাবি করে একাধিক মামলা হয় কলকাতা হাইকোর্টে । সেই মামলায় 3477টি ওএমআর শিট এসএসসিকে পরীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । এর মধ্যেও সংশ্লিষ্ট 785 জন চাকরি প্রার্থী রয়েছেন ৷

আদালতের নির্দেশের পরই বৃহস্পতিবার বিকেলে 2016 সালের গ্রুপ সি নিয়োগের ওএমআর শিট প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন । কমিশনের ওয়েবসাইটে দেওয়া সেই তালিকায় অনুযায়ী, 3477 জনের মধ্যে 3115 জনের ওএমআর শিটেই কারচুপি হয়েছে । 362 জনের ওএমআর শিটে কোনও কারচুপি হয়নি বলে জানিয়েছে এসএসসি ৷

ফলে তালিকায় থাকা 785 জনের চাকরি এদনিই বাতিল হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ কিন্তু এদিন শুনানিতে আরও 57 জনের নাম ওঠে ৷ এদিন মামলাকারী আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত জানান, এই তালিকার বাইরে আরও 57 জন রয়েছেন ৷ যাঁদের কোনও সুপারিশ পত্র না থাকা সত্ত্বেও তাঁরা বিভিন্ন স্কুলে চাকরি করছেন । তখনই বাকি 57 জনের ওএমআর শিটের তালিকা প্রকাশ করে সব তথ্য নিয়ে এদিন দুপুর 3টের মধ্যে আদালতে হাজির হতে বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ মনে করা হচ্ছে, এই 57 জনের নিয়োগে কারচুপির অভিযোগ সত্যি হলে, এদিনই তাঁদের চাকরি বাতিল হতে চলেছে ৷ এদিন দুপুর 3টে 15 তে তিনি এই নিয়ে নির্দেশ দেবেন ৷

আরও পড়ুন:আরও 3 হাজার 478টি ওএমআর শিট প্রকাশের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের

ABOUT THE AUTHOR

...view details